ফের বোমা উদ্ধার মালাদায়, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন...
ব্যাগে উদ্ধার হওয়া বোমা। সংগৃহীত চিত্র।
মাধ্যম নিউজ ডেস্ক: ঠিক পুজোর আগে, চতুর্থীর দিনেই মালাদার (Malda) হরিশচন্দ্রপুরের ঝিকোডাঙা গ্রামে, ব্যাগ খুলতেই উদ্ধার হল তাজা বোমা। আর এই বোমাকে ঘিরে ব্যাপক চাঞ্চাল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় একটি ব্যাগকে খেলার ছলে কয়েকটি শিশু টেনে নিয়ে আসে। এরপর ব্যাগের মধ্যে একটি ছুরি দেখতে পায় তারা। এই ঘটনায় শিশুরা ভয় পেয়ে আশে পাশের লোকজনকে ডাক দেয়। এরপর এলাকার মানুষ ব্যাগ খুলতেই তাজা বোমা দেখাতে পায়। এই বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। বোমা উদ্ধারের ঘটনা, এই গ্রামে আগে কখনও ঘটেনি, তাই আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষ। সেই সঙ্গে এলাকাবাসী প্রশ্ন তুলছেন পুলিশের ভূমিকা নিয়ে।
এলাকার (Malda) মানুষ ব্যাগে তাজা বোমা উদ্ধারের কথা জানিয়ে পুলিশকে খবর দিলে, পুলিশ ঘটনাস্থলে যেতে অনেকটাই দেরি করে। এদিকে তাজা বোমা নিয়ে এলাকার মানুষ আতঙ্কের মধ্যে পড়লে, দ্রুত স্থানীয় ভিলেজ পুলিশ রাস্তার মধ্যে বোমা রেখে, জল ঢেলে নিষ্ক্রিয় করার চেষ্টা করে। কিন্তু গ্রামবাসীরা অভিযোগ করেন, কোনও প্রশিক্ষণ ছাড়া কীভাবে বোমা নিষ্ক্রয় করলেন ভিলেজ পুলিশ! জানা গেছে ঘটনাস্থল থেকে মাত্র ২০০ মিটার দূরে জনবসতি। এতে বোমা বিস্ফোরণে বড়সড় দুর্ঘটনার সম্ভাবনা ঘটার সম্ভাবনা ছিল।
পঞ্চায়েত ভোট মিটে গেলেও বোমা-বাজির বিস্ফোরণ এখনও রাজ্যে থামছে না। প্রশাসনের বিরুদ্ধে শাসক দলের আশ্রিত দুষ্কৃতীদের রীতিমতো প্রশ্রয় দেয় বলে বিরোধীরা বার বার অভিযোগ করে সরব হয়েছেন। আগেও মালদার (Malda) কালিয়াচক, হবিপুর, চাঁচল, গোলাঘর, বৈষ্ণবনগর, রতুয়া, অঞ্চলে একাধিকবার বোমা বিস্ফোরণ এবং উদ্ধারের ঘটনা ঘটেছিল।
গত জুনমাসে মেদিনীপুরের ভূপতিনগরে বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হয় তিনজনের। এছাড়াও দত্তপুকুরের বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হয়েছিল ৯ জনের। আবার কয়েকদিন আগেই বারাসতের দত্তপুকুরে বোমা বিস্ফোরণে তিনটি শিশু আহত হয়েছিল। তাঁদেরকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করতে হয়েছিল। উল্লেখ্য, তারা সুতলি বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণ ঘটে। রাজ্য জুড়ে ইতিমধ্যেই এগরা, পিংলা, সবং, ভাঙড়, ঘুটিয়ারীশরীফ, দুবরাজপুর, বজবজ, সামশেরগঞ্জ, কালিয়াচক, শীতলকুচি ইত্যাদি এলাকায় ব্যাপক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। সব ক্ষেত্রেই বোমা বিস্ফোরণের সঙ্গে শাসক দলের দুষ্কৃতীরা অভিযুক্ত বলে, বিরোধীরা বারবার অভিযোগ করেন। মুখ্যমন্ত্রী বারবার অবৈধ বোমা এবং বাজি কারখানার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার কথা বললেও সেই কথা, কথামাত্রই সার। পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তার কথাই বারবার স্পষ্ট হয়ে উঠেছে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।