জামুড়িয়া থানার পুলিশ গাড়ির চালককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
কয়লা পাচার
মাধ্যম নিউজ ডেস্ক: কিছুদিন আগেই দুধের কন্টেনারে গরু পাচার করার ঘটনায় উত্তাল হয়েছিল গোটা রাজ্য। ফের একই ঘটনা ঘটল। কিন্তু এবার গরুর বদলে কয়লা। কন্টেনারে করে কয়লা পাচারের (Coal Smuggling) ছক বানচাল করল পশ্চিম বর্ধমানের (East Bardhaman) জামুড়িয়া থানার পুলিশ! এ যেন এক সিনেমার ছক। অবৈধ কয়লা পাচারের অভিযোগে গ্রেফতার হয়েছে এক জন।
পুলিশ সূত্রে খবর, তাদের কাছে কয়েক দিন ধরে খবর আসছিল জামুড়িয়া থানা এলাকা দিয়ে প্রচুর কয়লা পাচার হচ্ছে। সূত্র মারফত খবর পেয়ে নাকা চেকিং শুরু করে পুলিশ। জামুড়িয়া- রানিগঞ্জ রাস্তায় নাকা চেকিং চলাকালীন একটি দুধের কন্টেনার আটকায় পুলিশ। সেই গাড়ির কাগজপত্র পরীক্ষা করার সময় ভিতরে কী আছে দেখতে গিয়ে হতবাক হয়ে যায় পুলিশ। দেখা যায়, দুধের কন্টেনারের ভিতরে বস্তা বস্তা কয়লা বোঝাই রয়েছে।
আরও পড়ুন: আভাস ছিল কি, আগেই মলয় ঘটক রাজভবন থেকে কাগজপত্র সরিয়ে ছিলেন কেন?
কয়লা ও গরু পাচার কাণ্ডে উত্তাল গোটা রাজ্য। ইতিমধ্যেই তদন্তের ভার পেয়েছে ইডি এবং সিবিআই। রাজ্যের তদন্তকারীর সংস্থা সিআইডিও ঘটনা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন। রাতদিন তল্লাশি চালাচ্ছে পুলিশ। কিন্তু আটকানো যাচ্ছে না বেআইনি পাচার।
জামুড়িয়া থানার পুলিশ গাড়ির চালককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। কোথা থেকে এল কয়লা? কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, সে বিষয়ে প্রশ্ন করা হয়। এই পাচারের পিছনে কারা রয়েছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন: কয়লাপাচার কাণ্ডে মলয় ঘটকের বাড়িতে সিবিআই হানা, এবার কি গ্রেফতার রাজ্যের আইনমন্ত্রী?
পাশাপাশি ওই অঞ্চলে আর কোন কোন এলাকায় বেআইনি কয়লার কারবার চলছে সে বিষয়েও খোঁজ চালাচ্ছিল। এ নিয়ে ডিসি সেন্ট্রাল ডক্টর কুলদীপ এসএস বলেন, "পুলিশ সমস্ত থানা এলাকায় প্রত্যেকদিন নাকা চেকিং করে। জামুড়িয়ায় এই কন্টেনার উদ্ধার হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে, কোথা থেকে এই কয়লা নিয়ে আসা হয়েছে এবং কোথায় তা পাচার হচ্ছিল।"
এর আগে পুরুলিয়ায় দুধের কন্টেনারে গরুপাচারের ঘটনায় তিন জনকে গ্রেফতার করে পুলিশ। এ বার দুধের কন্টেনারে কয়লা পাচারের ঘটনায় তাজ্জব পুলিশ।
Tags: