img

Follow us on

Monday, Nov 25, 2024

Commonwealth Games 2022: কমনওয়েলথ গেমসে জোড়া সোনা ভারতীয় পুরুষ টিটি, মহিলা লন বল দলের

CWG 2022: ভারোত্তোলনেও ভারতের পদকের ধারা অব্যাহত। ব্রোঞ্জ জিতলেন হারজিন্দর, রুপো জিতলেন বিকাশ...

img

ভারতীয় মহিলা লন বল টিম

  2022-08-03 09:19:01

মাধ্যম নিউজ ডেস্ক: বার্মিংহাম কমনওয়েলথ গেমসে (Birmingham Commonwealth Games 2022) ভারতের পদকের ধারা অব্যাহত পঞ্চম দিনেও। মঙ্গলবার টিম ইভেন্টে জোড়া সোনা জয় করল ভারতীয় ক্রীড়াবিদরা। একদিকে, টেবিল টেনিস টিম ফাইনালে সিঙ্গাপুরকে হারিয়ে সোনা জিতল ভারতীয় পুরুষ টিটি দল। অন্যদিকে, লন বল টিম ইভেন্টে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে স্বর্ণপদক জয় করল ভারতের মহিলা দল। এর পাশাপাশি, ভারোত্তোলনে ভারতকে আরেকটি পদক এনে দিলেন বিকাশ ঠাকুর (Vikas Thakur)। ২৮ বছর বয়সি ভারতীয় ৯৬ কেজি বিভাগে রুপো জিতলেন। এর আগে, ভারোত্তোলনে ভারতকে ব্রোঞ্জ পদক এনে দেন হারজিন্দর কৌর (Harjinder Kaur)।

টেবিল টেনিসে শরথ কমলের নেতৃত্বাধীন দল এদিন ফাইনালে সিঙ্গাপুরকে ৩-১ সেটে হারিয়ে জয় করে ভারত। ভারতকে দুর্দান্ত শুরু দেন হরমীত দেসাই এবং জি সাথিয়ান। যদিও এরপর হতাশ করেন শরথ কমল। সিঙ্গলসে ১-৩ ব্যবধানে হেরে যান তিনি। তবে এরপর সাথিয়ান এবং হরমীত তাঁদের সিঙ্গলস ম্যাচ জিতে দলকে ৩-১ ব্যবধানে জয় এনে দেন। এই নিয়ে পরপর ২টি কমনওয়েলথ গেমসে সোনা জিতলেন ভারতীয় পুরুষ প্যাডলাররা। এর আগে, চার বছর আগে, গোল্ড কোস্ট সংস্করণেও সোনা জিতেছিল ভারতীয় দল। 

আরও পড়ুন: আশা করি এবার একটা সিনেমা দেখার সময় পাবে! অচিন্ত্যর প্রশংসায় মোদি

টেবিল টেনিসে ভারতীয় পুরুষ দল যেমন দেশের মুখ উজ্জ্বল করেছে, ঠিক তেমনই সোনা ঘরে তুললেন ভারতের মহিলা লন বল দল। যেই দেশে একটি স্পোর্টস পুরো অচেনা সেই স্পোর্টস থেকেই সোনা ঘরে আনলেন চার মহিলা। মহিলাদের লন ফোরস ফাইনালে দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে ফাইনালে খেলতে নেমেছিল ভারতীয় মহিলা লন বল দল (Womens Lawn Bowl Team)। সেখানেই সোনা জয় ভারতের মেয়েদের। দক্ষিণ আফ্রিকাকে ফাইনালে ১৭-১০ ব্যবধানে হারিয়ে দেয় লাভলি চৌবে (Lovely Choubey), পিঙ্কি (Pinki), নয়নমণি শইকিয়া (Nayanmoni Saikia) ও রূপা রানি তিরকেরা (Rupa Rani Tirkey) নিয়ে গঠিত ভারতীয় টিম।

এর আগে, মঙ্গলবার ভোররাতে (ভারতীয় সময়) ভারোত্তোলনের ৭১ কেজি বিভাগে ব্রোঞ্জ পদক জিতলেন হারজিন্দর। হারজিন্দর 'স্ন্যাচ'-এ ৯৩ কেজি ও 'ক্লিন অ্যান্ড জার্ক'-এ ১১৯ কেজি, মোট ২১২ ভারোত্তোলন করে ব্রোঞ্জ জিতলেন।  মীরাবাই চানু, জেরেমি লালরিনুনগা, অচিন্ত্য শিউলির স্বর্ণপদকসহ, মোট ছয়টি পদক আগেই এসেছিল ভারোত্তোলন থেকে। এবার হারজিন্দর কৌর (Harjinder Kaur) ভারোত্তোলনে ভারতকে সপ্তম পদক এনে দিলেন।

এদিন সন্ধ্যায়, ভারোত্তোলনে ভারতকে অষ্টম পদক এনে দিলেন বিকাশ ঠাকুর (Vikas Thakur)। ২৮ বছর বয়সি ভারতীয় ৯৬ কেজি বিভাগে রুপো জিতলেন। 'স্ন্যাচ'-এ ১৫৫ কেজি ও 'ক্লিন অ্যান্ড জার্ক'-এ ১৯১ কেজি, মোট ৩৪৬ কেজি ভারোত্তোলন করে দ্বিতীয় হলেন বিকাশ ঠাকুর। ভারতের মোট পদক সংখ্যা পৌঁছল ১২-তে। অবশ্য এই প্রথম নয়, বিকাশ ঠাকুর এর আগের দুই কমনওয়েলথে গেমসেও পদক জিতেছিলেন। ২০১৪ সালে গ্লাসগোয় তিনি রুপো জিতেছিলেন। চার বছর আগে গোল্ড কোস্টে এসেছিল ব্রোঞ্জ। এবার ফের ব্রোঞ্জ জিতলেন ভারতীয় ভারোত্তলক। 

Tags:

Commonwealth Games 2022

CWG 2022

CWG 2022

India table tennis team gold

India women lawn ball team gold

Vikas Thakur commonweath silver

Harjinder Kaur commonweath bronze


আরও খবর


ছবিতে খবর