img

Follow us on

Friday, Nov 22, 2024

Cow Smuggling: বেনামি অ্যাকাউন্টে নথি কার? গরুপাচার কাণ্ডে আরও ঘনীভূত রহস্য

নথির সই দেখিয়েও জানতে চাওয়া হয়, তখনও গ্রামবাসীরা দাবি করেছিলেন এটা তাঁদের সই নয়।

img

গরুপাচার মামলা

  2023-01-27 12:06:55

মাধ্যম নিউজ ডেস্ক: যত দিন যাচ্ছে ততই গরুপাচার মামলায় (Cow Smuggling) নতুন নতুন বিষয় সামনে আসছে। তদন্তে নেমে গ্রামবাসীদের একাধিক বেনামি অ্যাকাউন্টের হদিস পেয়েছেন তদন্তকারীরা। সেই তদন্তেই বেরিয়ে আসছে আরও চমকপ্রদ তথ্য। জানা গিয়েছে। বেনামি অ্যাকাউন্টগুলি খুলতে ব্যবহার করা হয়েছিল ভুয়ো ছবি। কিন্তু ছবিগুলি কাদের? অনুমতি না নিয়েই কি ব্যবহার করা  হয়েছিল? নাকি এখানেও রয়েছে টাকার খেলা? সেই বিষয়গুলি জানতেই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির ফরেন্সিক পরীক্ষা করা হবে বলে জানিয়েছে সিবিআই। চলছে গ্রামবাসীদের জিজ্ঞাসাবাদ। 

আরও পড়ুন: টাকা নিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী, ইডির জেরায় বিস্ফোরক কুন্তল ঘোষ

কী জানা গিয়েছে? 

এর আগে নথির ছবি দেখিয়ে গ্রামবাসীদের জিজ্ঞেস করা হয়েছিল, এটা তাঁদের ছবি কিনা। তাঁরা 'না' বলেন। নথির সই দেখিয়েও জানতে চাওয়া হয়, তখনও গ্রামবাসীরা দাবি করেছিলেন এটা তাঁদের সই নয়।

গরুপাচার মামলায় (Cow Smuggling) সম্প্রতি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। সিউড়ির সমবায় ব্যাঙ্কে শতাধিক বেনামি অ্যাকাউন্ট কেন খোলা হয়েছিল? এই অ্যাকাউন্টের মাধ্যমেই কি গরু পাচারের কালো টাকা সাদা হচ্ছিল? গ্রামবাসীদের নামে অ্যাকাউন্ট খোলা হয়েছিল কীভাবে? কাদের ছবি ব্যবহার করা হয়েছিল? এবার তদন্ত আরও জোড়ালো হতে চলেছে। এবার অ্যাকাউন্টে লেনদেনের ফরেন্সিক পরীক্ষা হবে বলে জানিয়েছে সিবিআই। তাতে কী নতুন তথ্য বেরিয়ে আসবে, এখন সেটাই দেখার।

প্রথমে ১৭৭, এবার ১৫৩টি বেনামি অ্যাকাউন্টের হদিশ পেয়েছেন গোয়েন্দারা। মোট বেনামি অ্যাকাউন্টের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩০। এইসব অ্যাকাউন্টের মাধ্যমে গরুপাচারের (Cow Smuggling) কালো টাকা সাদা করা হয়েছে বলে অনুমান করছে সিবিআই। এখন সেই টাকার পরিমাণ জানতে চাইছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

সিবিআই সূত্রে খবর, অনেক ক্ষেত্রে দেখা (Cow Smuggling) গিয়েছে, ৩-৪টে অ্যাকাউন্ট ঘুরে কোনও চালকলের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। এভাবেই হাজার হাজার লেনদেন হয়েছে। সিবিআইয়ের দাবি, অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ কয়েকজন চালকল মালিকের অ্যাকাউন্টেও টাকা ঢুকেছে। এই লেনদেন চিহ্নিত করতে অ্যাকাউন্ট ট্রানজাকশনের ফরেন্সিক পরীক্ষা করানো হবে। এমাসের শুরুতেই গরুপাচার মামলার তদন্তে সিবিআইয়ের স্ক্যানারে উঠে আসে সিউড়ির সমবায় ব্যাঙ্ক! 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Tags:

Cow smuggling

Bank Account


আরও খবর


ছবিতে খবর