img

Follow us on

Monday, Jul 01, 2024

Cyclone Remal Update: রেমাল আতঙ্কে ২১ ঘণ্টা বন্ধ বিমান, বন্ধ ফেরি, বাতিল বহু লোকাল

আছড়ে পড়বে রেমাল, ঝড়ের আবহে বিপদ ঠেকাতে তৎপর হয়েছে রেল-বিমান ও ফেরি কর্তৃপক্ষ

img

প্রতীকী ছবি

  2024-05-26 10:58:41

মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার মধ্যরাতেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রেমাল (Cyclone Remal Update)। ভয়ঙ্কর দুর্যোগের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সেই মতো প্রস্তুতি পর্ব চলছে। এরই মধ্যে ঝড়ের আবহে বিপদ ঠেকাতে তৎপর হয়েছে রেল-বিমান ও ফেরি কর্তৃপক্ষ। সোমবার পর্যন্ত বাতিল থাকছে বহু লোকাল ট্রেন। ২১ ঘণ্টা বন্ধ থাকবে উড়ান পরিষেবা। রাজ্যের একাধিক স্থানে ফেরি পরিষেবাও বন্ধ থাকবে।

হাওড়া শাখার কোন কোন ট্রেন পরিষেবা বন্ধ

জানা গিয়েছে, রেমালের কারণে পূর্ব রেলের (Cyclone Remal Update) একাধিক লোকাল ট্রেনকে বাতিল করা হয়েছে। ২৬ মে হাওড়া-ব্যান্ডেল ও সিঙ্গুর শাখায় একাধিক লোকাল ট্রেন বাতিল থাকছে। ইতিমধ্যে যাত্রীদের সুবিধার্থে কোন কোন ট্রেন বাতিল থাকছে তার তালিকাও দিয়েছে পূর্ব রেল। ২৬ তারিখ হাওড়া-ব্যান্ডেল হাওড়া শাখায় বাতিল থাকছে- 37211, 37213, 37215, 37221, 37229, 37235, 37239, 37241, 37247 লোকাল। অন্যদিকে ডাউন শাখায় বাতিল থাকছে 37212, 37214, 37218, 37222, 37226, 37228, 37232, 37236, 37240 লোকাল। অন্যদিকে হাওড়া সিঙ্গুর শাখায় বাতিল থাকছে- আপ 37303, ডাউন 37304 লোকাল।

শিয়ালদা শাখার কোন কোন ট্রেন বন্ধ

হাওড়া শাখার পাশাপাশি শিয়ালদা শাখাতেও লক্ষীকান্তপুর, বজবজ, ক্যানিং, ডায়মন্ডহারবারে একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল করেছে পুর্ব রেল। সোমবার বাতিল থাকছে এই ট্রেনগুলি (Cyclone Remal Update)। শিয়ালদা শাখায় যে সমস্ত ট্রেন বাতিল থাকছে সেগুলি হল-

২৬ তারিখ রবিবার বাতিল খাতায় থাকছে 

লক্ষ্মীকান্তপুর-নামখানা: 34914 ডাউন/34935 আপ

শিয়ালদা-লক্ষ্মীকান্তপুর 34754 ডাউন/34757 আপ

শিয়ালদা-বজবজ শাখায়: 34166 ডাউন/34165 আপ

শিয়ালদা-ক্যানিং শাখায়: 34554 ডাউন/34557 আপ

শিয়ালদা-ডায়মন্ড হারবার শাখায় : 34860 ডাউন/34859 আপ

২৭ তারিখ সোমবার বাতিল খাতায় থাকছে 

লক্ষ্মীকান্তপুর-নামখানা: 34914 ডাউন/34935 আপ, 34916 ডাউন/34937 আপ, 34981 আপ

শিয়ালদা-লক্ষ্মীকান্তপুর: 34712 ডাউন/34711 আপ, 34714 ডাউন/34713 আপ, 34716 ডাউন/34715 আপ, 34717 আপ

শিয়ালদা-ডায়মন্ড হারবার: 34812 ডাউন/34811 আপ, 34814 ডাউন/34813 আপ, 34816 ডাউন/34815 আপ

শিয়ালদা-ক্যানিং: 34352 ডাউন/34511 আপ, 34354 ডাউন/34513 আপ

শিয়ালদা-সোনারপুর: 34412 ডাউন/34411 আপ

শিয়ালদা-বজবজ: 34112 ডাউন/34111 আপ, 34114 ডাউন/34113 আপ

শিয়ালদা-বারুইপুর: 34612 ডাউন/34611 আপ, 34614 ডাউন/34613 আপ

শিয়ালদা/বারাসাত-হাসনাবাদ: 33511 আপ/33512 ডাউন, 33311 আপ/33514 ডাউন, 33313 আপ/33312 ডাউন

বন্ধ ফেরি সার্ভিস

ঘূর্ণিঝড়ের কারণে ইতিমধ্যে মৎস্যজীবীদের সমুদ্রযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে। যেমন, গঙ্গার তীরবর্তী এলাকায় মাইকিং চলছে। নদী তীরবর্তী বাঁধের পাশে যে সমস্ত বসতি গড়ে উঠেছে, সেখানকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার আবেদন করা হচ্ছে। গঙ্গায় যাঁরা মাছ ধরতে যান, নৌকা করে, তাঁদেরও নদীতে (Cyclone Remal Update) যেতে নিষেধ করা হয়েছে। ২৫ মে থেকে ২৭ মে পর্যন্ত হুগলি জেলার সমস্ত ঘাটে ফেরি চলাচল বন্ধ রাখার নির্দেশ জারি করেছে প্রশাসন। একই চিত্র দেখা গেছে হাওড়াতেও। সেখানেও রবিবার সোমবার সম্পূর্ণভাবে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে গেলে ফেরি চলাচল পুনরায় চালু হবে।

২১ ঘণ্টা বন্ধ থাকবে বিমান পরিষেবা 

অন্যদিকে, বিমান পরিষেবাও বন্ধ থাকবে ঘূর্ণিঝড়ের কারণে। ইতিমধ্যে বিমানবন্দর কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, রবিবার দুপুর বারোটা থেকে ২১ ঘন্টা অর্থাৎ সোমবার সকাল ন'টা পর্যন্ত সমস্ত বিমান পরিষেবা বন্ধ থাকবে কলকাতা বিমানবন্দরে। 


দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

Weather Update

bangla news

Bengali news

Heavy Rain

Cyclonic Storm

rain forecaste

cyclone remal update

Deep Depression

trains canceled

air canceled

ferry service canceled


আরও খবর


ছবিতে খবর