বৃহস্পতিবার মেঘলা আকাশ, বইছে হিমেল হাওয়া। শহরে শীতের আমেজ
শীতের আকাশে কালো মেঘ।
মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে শীতের দাপট বাড়ছে। লেপ-কম্বল বার করে নিয়েছেন বহু মানুষই। চাদর সোয়েটার তো বেরিয়েছেই। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে উত্তুরে হাওয়ার দাপট রয়েছে। তাই আজ হালকা শীতেকর আমেজ বজায় থাকবে দক্ষিণবঙ্গে। তবে সাগরে গভীর নিম্নচাপের জেরে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কয়েক ডিগ্রি বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আরও পড়ুন: জেগে উঠেছে ইন্দোনেশিয়ার মাউন্ট সেমেরু আগ্নেয়গিরি, সরানো হল কয়েক হাজার মানুষকে
ইতিমধ্যেই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় পৌঁছে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এর নাম দেওয়া হয়েছে মন্দৌস। নিম্নচাপের ফলে শুক্রবারের পর থেকে বঙ্গে রাতের তাপমাত্রা সাময়িকভাবে বেড়ে যাবে। তবে দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গের ক্ষেত্রে আজও ঠান্ডা অনুভূতি বজায় থাকবে। বৃহস্পতিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। আকাশ আংশিক মেঘলা। বইছে ঠান্ডা হাওয়াও। রোদের মুখ দেখার জন্য সকাল থেকে অপেক্ষা করছেন শীত কাতুরেরা। এদিন সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি এবং ১৬ ডিগ্রির আশেপাশে থাকবে। এর আগে বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৩ ডিগ্রি, স্বাভাবিক। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ।
আরও পড়ুন: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'মন্দৌস'! বাংলায় আবহাওয়ার কি পরিবর্তন হবে?
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর,আগামী চার-পাঁচ দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কলকাতায় সকালের দিকে হালকা কুয়াশা থাকবে। সকাল-সন্ধ্যে শীতের আমেজ বজায় থাকবে। এদিন সকালে আকাশ মেঘলা থাকলেও শহরের তাপমাত্রার পারদ ছিল নিম্নমুখী। আরও ৪৮ ঘণ্টা রাজ্যজুড়ে উত্তর পশ্চিম ভারতের কনকনে হিমেল হাওয়া অবাধে প্রবেশ করবে। আজও এই প্রবণতা বহাল থাকবে। শুক্রবার থেকে নিম্নচাপের জেরে উত্তুরে হাওয়া বাধা প্রাপ্ত হবে। শীতের দাপট একটু কমবে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।