img

Follow us on

Sunday, Jan 19, 2025

Dilip Ghosh: ‘‘জার্সির রঙ গেরুয়া হলে মুখ্যমন্ত্রী কি গঙ্গায় ঝাঁপ দেবেন’’, মমতাকে কটাক্ষ দিলীপের

‘‘হল্যান্ডের লোকেরাও তো গেরুয়া পরে ওটা কি হিন্দু রাষ্ট্র হয়ে গেছে নাকি?, দিলীপের প্রশ্ন মমতাকে

img

দিলীপ ঘোষ ও মমতা বন্দ্যোপাধ্যায় (ফাইল ছবি)

  2023-11-18 17:07:04

মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপে ভারতীয় দল গেরুয়া জার্সি পরে কেন প্র্যাকটিস করবে? শুক্রবার পোস্তাতে ব্যবসায়ী সমিতির জগদ্ধাত্রী পূজার উদ্বোধনে এই প্রশ্ন তোলেন মমতা। এ নিয়ে শনিবারই মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। দিলীপবাবু বলেন, ‘‘ভারতীয় টিমের জার্সির রঙ যদি গেরুয়া হয় তাহলে মুখ্যমন্ত্রী কি গ্যালারি থেকে ঝাঁপ দেবে নাকি গঙ্গায় ঝাঁপ দেবেন?  এদেশকে গেরুয়া হিসেবে লোকে চেনে। ভারতের জার্সির রং গেরুয়াই করা উচিত। এতদিন কেন করেনি সেটাই প্রশ্ন।’’ তাঁর আরও সংযোজন, ‘‘মুখ্যমন্ত্রী শুধু বলতেই পারেন কিছু করার ক্ষমতার ওনার নেই।’’

আরও পড়ুুন: জমির দালাল থেকে তৃণমূলের প্রধান, রকেট গতিতে উত্তরণই কাল হল রূপচাঁদের

দলীয় কাজে মুর্শিদাবাদে দিলীপ ঘোষ

প্রসঙ্গত দলীয় সংগঠনের কাজে এখন মুর্শিদাবাদের রয়েছেন দিলীপ ঘোষ। শনিবার সকালেই প্রাত ভ্রমণে বের হন বিজেপি নেতা। তখনই বহরমপুরে সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি (Dilip Ghosh) এবং সেখানেই তিনি বলেন, ‘‘হল্যান্ডের লোকেরাও তো গেরুয়া পরে ওটা কি হিন্দু রাষ্ট্র হয়ে গেছে নাকি? উনি শুধু কটাক্ষই করতে পারবেন। আর কিছু পারবেন না।’’

আরও পড়ুন: ব্যক্তিস্বার্থে নয়, সমষ্টির জন্য কাজ করাকেই ধর্ম বলে, জানালেন আরএসএস নেতা মনমোহন বৈদ্য

কেন্দ্রের বিরুদ্ধে ইস্যু পাচ্ছেন না মুখ্যমন্ত্রী

বিশেষজ্ঞরা বলছেন, জার্সির রঙের সঙ্গে রাজনীতির সম্পর্ক দূরদূরান্ত পর্যন্ত নেই। কারণ ২০১১ সালে লাল জার্সি পরে প্র্যাকটিস করত ধোনি বাহিনী। সেবার বিশ্বকাপ জিতেছিল ভারতীয় দল। খুব স্বাভাবিকভাবে এখন যদি কেউ প্রশ্ন তোলেন জার্সির রঙ লাল কেন? তা অবান্তর প্রশ্ন ছাড়া কিছুই নেই। ওয়াকিবহাল মহলের মতে, দুর্নীতি ইস্যুতে কোনঠাসা মুখ্যমন্ত্রী কেন্দ্রের বিরুদ্ধে কোনও ইস্যু খুঁজে না পাওয়াতেই শেষ পর্যন্ত ক্রিকেটের গেরুয়াকরণ নিয়ে সোচ্চার হচ্ছেন মাননীয়া। কোনও কোনও মহলের মতে, এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর আক্রমণের লক্ষ্য বোর্ডের সচিব জয় শাহ।

 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

 

Tags:

Mamata Banerjee

Madhyom

Dilip Ghosh

bangla news

Bengali news

ICC Cricket World Cup 2023


আরও খবর


ছবিতে খবর