img

Follow us on

Saturday, Jan 18, 2025

Dilip Ghosh: ‘‘অনেক লোককে আজকাল কেনা–বেচা যায়’’, সন্দেশখালির ভিডিও নিয়ে তৃণমূলকে তোপ দিলীপের

সন্দেশখালির ভিডিও ইস্যুতে তৃণমূলকে কাঠগড়ায় তুললেন দিলীপ ঘোষ..

img

দিলীপ ঘোষ (ফাইল ছবি)

  2024-05-05 16:25:43

মাধ্যম নিউজ ডেস্ক: সন্দেশখালির ভিডিও ইস্যুতে এবার মুখ খুললেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। প্রসঙ্গত, ওই ভিডিওতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তাঁর মুখ এবং কণ্ঠস্বরকে বিকৃত করা হয়েছে বলে দাবি করেছেন বিজেপির মন্ডল সভাপতি গঙ্গাধর কয়াল। উল্লেখ্য ডিপফেক প্রযুক্তির মাধ্যমে দিন কয়েক আগে অমিত শাহেরও সংরক্ষণ ইস্যুতে ভুয়ো ভিডিও ভাইরাল হয়। এই আবহে দিলীপ ঘোষ বলেন, ‘‘অনেক লোককে আজকাল কেনা–বেচা যায়। রাজভবনে লোক বসিয়ে দেওয়া হচ্ছে রাজ্যপালের বদনাম করার জন্য। এক দু’‌জনকে লিখিয়ে পড়িয়ে বলিয়ে ইস্যু তৈরি করা যায়। কিন্তু সমস্যা চাপা দেওয়া যায় না।’’

ওখানের আন্দোলন কি বিজেপি করেছে নাকি? 

সন্দেশখালিতে যে ধরনের গণবিক্ষোভ দেখা যায়, তানিয়েও এদিন বলতে শোনা যায় দিলীপকে (Dilip Ghosh)। তিনি বলেন, ‘‘কোনও বিড়ম্বনা নেই। ওখানের আন্দোলন কি বিজেপি করেছে নাকি? আন্দোলন করেছেন সন্দেশখালির স্থানীয় মহিলারা, পীড়িত মানুষরা। ইডি, সিবিআইয়ের উপরে কে হামলা করেছে? বিজেপি তো করেনি। শাহজাহান তো স্বীকার করেছে হামলার কথা। ওর বাড়ি থেকে অস্ত্র পাওয়া গিয়েছে। তদন্ত চলছে, আদালত দেখছে।’’ 

ভিডিওর সিবিআই তদন্তের দাবি রাজ্য বিজেপির

ইতিমধ্যেই, ভিডিও নিয়ে প্রতিক্রিয়া দিয়েছে রাজ্য বিজেপি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, ভোটে হারবে জেনে তৃণমূল নতুন ফন্দি এঁটেছে। তিনি বলেন, ‘‘ভাইপো আর আইপ্যাকের পরিকল্পনা করে তৈরি এই ভিডিও। এর সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই।’’ দলের রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য ভিডিওটিকে ভুয়ো দাবি করে বলেন, বিরোধী দলনেতাকে কালিমালিপ্ত করতে এটা ঘটানো হয়েছে। এই ঘটনার মধ্যে দিয়ে তৃণমূল আসলে সন্দেশখালির নির্যাতিতাদেরই অপমান করল। বিজেপি নেতা জানিয়ে দেন, তাঁরা চান, সন্দেশখালি নিয়ে যে ভিডিও ভাইরাল হয়েছে, তার সিবিআই তদন্ত হোক। রাজ্য বিজেপির অন্যতম মুখপাত্র তরুণজ্যোতি তিওয়ারি বলেন, ‘‘তৃণমূল সব কিছুতেই সাজানো ঘটনা দেখে। সন্দেশখালির মহিলারা এসে কোর্টে তাঁদের উপর নির্যাতনের অভিযোগ করেছিলেন।’’ গঙ্গাধর কয়াল নিজেও অবশ্য দাবি করেছেন ভিডিওতে তাঁকে দেখা গেলেও কণ্ঠস্বর তাঁর নয়। সেকারণে তিনি সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

Dilip Ghosh

bangla news

Bengali news

Loksabha Election

Sandeshkhali Case

sandeshkhali video

Sandeshkhali video issue


আরও খবর


ছবিতে খবর