img

Follow us on

Friday, Nov 22, 2024

Jyotipriya Mallick: তৃণমূলের বিজয়া সম্মেলনে উধাও জ্যোতিপ্রিয়র ছবি, দল কি দূরত্ব তৈরি করল?

তৃণমূলের উত্তর ২৪ পরগণার বিজয়া সম্মেলনে আরও ব্রাত্য বালু

img

বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সংগৃহীত চিত্র।

  2023-11-02 15:42:33

মাধ্যম নিউজ ডেস্ক: দল পাশে থাকার বার্তা দিলেও, তৃণমূলের বিজয়া সম্মেলন থেকেই কি দল দূরত্ব তৈরি করতে শুরু করল? উত্তর ২৪ পরগণার বাগদা পূর্ব ব্লকের বিজয়া সম্মেলনের ব্যানার-ফ্লেক্সে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকলেও, বাদ গেছে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mallick) ছবি। উল্লেখ্য সম্প্রতি রেশন দুর্নীতি কেলেঙ্কারিতে ইডির হাতে গ্রেতফতার হয়েছেন বালু। আবার রেশনের আটা, চাল, গম খোলা বাজারের বিক্রি করে বাকিবুর রহমান যে সম্পত্তি গড়েছেন, তার সঙ্গে প্রাক্তন খাদ্যমন্ত্রীর সম্পর্কের সূত্র উঠে এসেছে তদন্তকারী সংস্থার হাতে। এরপর থেকেই কি দল, প্রাক্তন খাদ্যমন্ত্রীর পাশে নেই? এই প্রশ্নে এখন তীব্র শোরগোল জেলায়।

জ্যোতিপ্রিয়র ছবি উধাও (Jyotipriya Mallick)

উত্তর ২৪ পরগণায় তৃণমূল কর্মীদের বিজয়া সম্মেলনের পোস্টারে দেখা মেলেনি মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mallick) ছবি। মমতা-অভিষেকের ছবির সঙ্গে রয়েছে জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাসের ছবি। ফলে দলীয় কর্মসূচী থেকে কি এবার বালু আরও ব্রাত্য হলেন? এটাই এখন বড় প্রশ্ন। দুর্নীতির সব দায় কি বালুর? অথচ ২০২১ সালের বিধানসভার পরে জেলার যেকোনও কর্মসূচীতে প্রাক্তন খাদ্যমন্ত্রীর ছবি দেখা যেতো। এককথায় জেলার শেষ কথা বলতেন বালু। তাহলে এবার থেকে সমীকরণ কি বদলে যাচ্ছে? 

জেলা তৃণমূলকে বক্তব্য

উত্তর ২৪ পরগণার তৃণমূলের নেত্রী মমতা ঠাকুর বলেন, “দলের স্পষ্টই নির্দেশ রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাড়া অন্য কোনও ছবি ব্যবহার করা যাবে না।” কিন্তু ব্যানারে জেলা সভাপতির ছবিও ছিল, আর তা নিয়ে প্রশ্ন করলে, বিশ্বজিৎ দাস বলেন, “স্থানীয় বিধায়ক এবং কর্মীরা ভালোবেসে আমার ছবি দিয়েছেন।”

কিন্তু এলাকার বিরোধীরা বলছেন যে মুখ্যমন্ত্রী মৌখিক ভাবে বললেও, বাস্তবে কেউ নেই জ্যোতিপ্রিয়র (Jyotipriya Mallick) পাশে। তবে শোভনদেব চট্টোপাধ্যায়, অর্জুন সিং বালুর পাশে থাকার কথা বলেও, বাস্তবে জেলার চিত্রটা পুরোপুরি আলাদা।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

Bengali news

North 24 Parganas

TMC 

bijoya sammilani

jyotipriya mallick


আরও খবর


ছবিতে খবর