img

Follow us on

Saturday, Jan 18, 2025

Doctor Protest: সোমবার পর্যন্ত সময়সীমা মমতাকে, না মানলে মঙ্গলে সর্বাত্মক ধর্মঘট, ঘোষণা ডাক্তারদের

West Bengal: ‘‘ধর্মঘট চলাকালীন যদি এক জন রোগীরও কোনও সমস্যা হয়, তবে তার দায় রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীকে নিতে হবে’’, বললেন জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার 

img

মঙ্গলবার সর্বাত্মক চিকিৎসক ধর্মঘটের হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের (ফাইল ছবি)

  2024-10-19 09:18:16

মাধ্যম নিউজ ডেস্ক: সোমবারের মধ্যে সব দাবি মানা না হলে মঙ্গলবার সর্বাত্মক ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারি দিলেন চিকিৎসকরা (Doctor Protest)। শুক্রবারই সিনিয়রদের সঙ্গে বৈঠকে বসেছিলেন জুনিয়ররা। জানা গিয়েছে, সেই বৈঠকেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি হাসপাতালের (West Bengal) পাশপাশি বেসরকারি হাসপাতালগুলিও বন্ধ থাকবে ধর্মঘটে, এমনটাই জানানো হয়েছে।

সোমবার পর্যন্ত সময় দেওয়া হল (Doctor Protest) মুখ্যমন্ত্রীকে

বৈঠক শেষে জুনিয়র ডাক্তার (Doctor Protest) দেবাশিস হালদার জানিয়েছেন, সোমবারের মধ্যে মুখ্যমন্ত্রী যদি তাঁদের দাবি না মানেন, তবে মঙ্গলবার স্বাস্থ্য ক্ষেত্রে সর্বাত্মক ধর্মঘটে যেতে বাধ্য হবেন তাঁরা। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার বলেন, ‘‘আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট-সহ সমস্ত সিনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলে, সোমবার পর্যন্ত সময়সীমা দিচ্ছি। এর মধ্যে মুখ্যমন্ত্রীকে আমাদের সব কটি দাবি মানার জন্য আলোচনায় বসতে হবে। সব কটা দাবি মেনে নিতে হবে। আশা রাখছি, মঙ্গলবারের পর যে কর্মসূচির কথা আমরা বলছি, সে দিকে এগোতে হবে না। দাবি পূরণ না হলে আগামী মঙ্গলবার আমরা সমস্ত জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তারদের সংগঠন, সরকারি-বেসরকারি স্বাস্থ্যক্ষেত্রে সর্বিকভাবে ধর্মঘট ডাকব।’’

কোনও রোগীর সমস্যা (Doctor Protest) হলে দায় রাজ্য সরকারের

ধর্মঘট (Doctor Protest) হলে রোগীদের অসুবিধা হবে, চিকিৎসা পরিষেবা পাবেন না তাঁরা। এই প্রশ্নের উত্তরে দেবাশিস বলেন, ‘‘ধর্মঘট চলাকালীন যদি এক জন রোগীরও কোনও সমস্যা হয়, তবে তার দায় রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীকে নিতে হবে। আমাদের আর কোনও উপায় ছিল না বলেই অনশনে বসতে বাধ্য হয়েছিলাম আমরা। কর্মবিরতি তুলে নিজেদের জীবন বাজি রেখেছিলাম। ভেবেছিলাম মানবিক মুখ্যমন্ত্রী আমাদের কথা ভাববেন। কিন্তু এখনও পর্যন্ত কোনও সদুত্তর পাইনি সরকারের থেকে। আমাদের সহযোদ্ধাদের সিসিইউতে ভর্তি করানো হয়েছে।’’

১০ দফা দাবিতে চলছে অনশন

প্রসঙ্গত, হাসপাতালের নিরাপত্তা-সহ ১০ দফা দাবিতে ধর্মতলায় অনশন চলছে। কলকাতার ক্ষেত্রে চিকিৎসক অর্ণব মুখোপাধ্যায়, চিকিৎসক স্নিগ্ধা হাজরা, চিকিৎসক সায়ন্তনী ঘোষ হাজরা, তাঁরা ১৪ দিন ধরে অনশনে রয়েছেন। ইতিমধ্যে জুনিয়র ডাক্তারদের মধ্যে একাধিকজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তিও হয়েছেন। এই আবহে রাজ্য প্রশাসন নয়, সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে সময়সীমা বেঁধে দিলেন তাঁরা।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

West Bengal

bangla news

Bengali news

Doctor protest

strike Health section


আরও খবর


ছবিতে খবর