img

Follow us on

Saturday, Jan 18, 2025

Doctors Protest: ২ দিনের কর্মবিরতি শুরু বেসরকারি হাসপাতালেও, চলছে ১২ ঘণ্টার প্রতীকী অনশনও

Private Hospitals: বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের একাংশের বক্তব্য, সরকার সাড়া দিচ্ছে না বলেই জটিল পরিস্থিতি তৈরি হয়েছে...

img

বাড়ছে আন্দোলনের ঝাঁঝ, চাপে পড়ে আজ ডাক্তারদের সঙ্গে আলোচনায় সরকার (ফাইল ছবি) 

  2024-10-14 10:41:44

মাধ্যম নিউজ ডেস্ক: আজ সোমবার রাজ্যজুড়ে প্রতীকী অনশনের (Doctors Protest) ডাক দিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। অনশন চলবে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত৷ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফে বিজ্ঞপ্তিতে চিকিৎসকদের নিজের নিজের কর্মস্থলে প্রতীকী অনশনে অংশগ্রহণ করার অনুরোধ করা হয়েছে। নাগরিক সমাজকেও এই কর্মসূচিতে যোগদান করার জন্য আবেদন জানানো হয়েছে। অন্যদিকে, একাধিক বেসরকারি হাসপাতালেও (Private Hospitals) কর্মবিরতির ঘোষণা করেছেন চিকিৎসকরা। আজ সোমবার সকাল ৬টা থেকে শুরু হয়েছে কর্মবিরতি। চলবে বুধবার সকাল ৬টা পর্যন্ত। এমনটাই জানিয়েছেন চিকিৎসকরা (Doctors Protest)। প্রসঙ্গত, আগামী মঙ্গলবার আরজি কর মেডিক্যাল মামলার শুনানি রয়েছে।

চাপে পড়ে আজ আলোচনায় সরকার 

ডাক্তারদের আন্দোলনে বেশ চাপে পড়েছে সরকার। সোমবার ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)-সহ সব চিকিৎসক সংগঠনের সঙ্গে বৈঠকে বসতে চেয়েছেন (Doctors Protest) রাজ্যে মুখ্যসচিব মনোজ পন্থ। আজ সোমবার বেলা সাড়ে ১২টায় হবে সেই বৈঠক। নবান্নের তরফে জানানো হয়েছে, প্রত্যেক চিকিৎসক সংগঠন থেকে দু’জন প্রতিনিধি থাকতে পারবেন বৈঠকে। বেসরকারি হাসপাতালগুলির মধ্যে মেডিকায় নন-ইমারজেন্সি পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। পাশাপাশি, আংশিক কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন অ্য়াপোলো, পিয়ারলেস, মণিপাল, আরএন টেগোর, ফর্টিস, কোঠারি, নারায়ণা স্পেশালিটি, সিএমআরআই, বিএম বিড়লা, উডল্যান্ড-সহ ৩০টিরও বেশি বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা।

কী বলছেন বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের একাংশ 

বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের (Doctors Protest) একাংশের বক্তব্য, সরকার সাড়া দিচ্ছে না বলেই  জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। ডায়াগনস্টিক সেন্টার, প্রাইভেট চেম্বারেও কর্মবিরতি করার আহ্বান জানিয়েছেন বেসরকারি হাসপাতালের (Private Hospitals) চিকিৎসকরা। গতকাল রবিবারই সিনিয়র চিকিৎসক ভাস্কর পাল বলেন, ‘‘ওরা বিশ্বাস পাচ্ছে না যে ওদের সঙ্গে অভয়ার মতো ঘটনা ঘটবে না। আমরা বলেছি আংশিক কর্মবিরতি। লুকোচুরি খেলা বন্ধ করুন। মনোজ পন্থকে অনুরোধ করব, আপনি নিজে অনশন মঞ্চে আসুন। আমাদের বাধ্য করবেন না, সোমবার সকাল ছটায় এটা করতে।’’

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

Bengali news

Private Hospitals

doctors protest


আরও খবর


ছবিতে খবর