বৈঠকে গরহাজির ২ বিধায়ক...
বিবেকানন্দের ভিটেয় দ্রৌপদী মুর্মু। নিজস্ব চিত্র
মাধ্যম নিউজ ডেস্ক: আমি আশা করি বাংলার ২৯৪ জন বিধায়ক ও ৪২ জন সাংসদের ভোট পাব। কারণ আমি পাশের রাজ্যের মানুষ। সাধারণ ঘর থেকে উঠে এসেছি। পিছিয়ে পড়া সমাজের প্রতিনিধিত্ব করি। তাই বাংলার ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে। মঙ্গলবার বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠকে এ কথা বললেন এনডিএ রাষ্ট্রপতি পদপ্রার্থী বিজেপির দ্রৌপদী মুর্মু। এদিন এসেছিলেন ভোট চাইতে। তার ফাঁকেই সময় বের করে কলকাতায় সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) ভিটে ঘুরে দেখলেন এনডিএ-র (NDA) রাষ্ট্রপতি পদপ্রার্থী বিজেপির (BJP) দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)। দু দিনের বাংলা সফরে এসেছিলেন দ্রৌপদী। মঙ্গলবার ছিল তাঁর সফরের দ্বিতীয় দিন। এদিন বিবেকানন্দের ভিটে ঘুরে অন্যান্য কর্মসূচিতে যোগ দিলেন তিনি।
এদিন সকাল ৯টা ১৭ মিনিট নাগাদ সিমলা স্ট্রিটে স্বামীজির ভিটের সামনে এসে দাঁড়ায় দ্রৌপদীর গাড়ি। আগে থেকে সেখানে ব্যবস্থা করা হয়েছিল কড়া প্রহরার। নিরাপত্তার বেষ্টনীতে মোড়া ফেলা হয়েছিল গোটা এলাকা। এদিন দ্রৌপদীর সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী এবং আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল। রাজ্য বিজেপির অন্যান্য নেতা ও বিধায়করাও ছিলেন দ্রৌপদীর সঙ্গে। এনডিএ রাষ্ট্রপতি পদপ্রার্থীর সফর সঙ্গী ছিলেন বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রীও। তাঁদের সঙ্গেই স্বামীজির বাড়িতে ঢোকেন দ্রৌপদী। বিবেকানন্দের ছবিতে ফুল-মালা দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানান রামকৃষ্ণ পরমহংসদেব, সারদা মা এবং তাঁদের পাশে থাকা মা কালীর বিগ্রহকেও।
আরও পড়ুন : অরুণাচল প্রদেশে ১০২ আসনে জয়ী বিজেপি, কী বললেন আইনমন্ত্রী?
এদিন স্বামীজির বাড়িতে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সন্ন্যাসীরা। তাঁদের সঙ্গে বিশেষ প্রার্থনায় যোগ দেন দ্রৌপদী। সন্ন্যাসীদের তরফে তাঁদের একটি শাল, স্বামীজির ছবি, তাঁর বই এবং একটি লালপাড় সাদা শাড়ি উপহার দেওয়া হয়। দ্রৌপদীকে ফের সিমলা স্ট্রিটে স্বামীজির ভিটেয় আসতে বলেন সন্ন্যাসীরা। দ্রৌপদী জানান, মায়ের বাড়িতে তাঁকে তো আবার আসতেই হবে। তিনি নিশ্চয়ই আসবেন। এরপর নিজের অভিজ্ঞতার কথা ভিজিটরস বুকে লিপিবদ্ধ করে স্বামীজির বাইরে বের হন দ্রৌপদী। সেখান থেকে চলে আসেন বাইপাসের ধারের একটি হোটেলে। সেখানে পদ্ম শিবিরের বিধায়ক ও নেতাদের নিয়ে বৈঠক করেন দ্রৌপদী। এই বৈঠকে গরহাজির ছিলেন বালুরঘাটের বিধায়ক বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক লাহিড়ী এবং ভাটপাড়ার বিধায়ক বিজেপির পবন সিং। অসুস্থতার কারণে বৈঠকে হাজির হননি অশোক। আর দলত্যাগী সাংসদ অর্জুন সিংয়ের ছেলে পবনকে আমন্ত্রণই জানানো হয়নি বলে গেরুয়া শিবিরের একটি সূত্রের খবর।
আরও পড়ুন :খ্যাতির বিড়ম্বনা! দ্রৌপদী মুর্মুর নামে ভুয়ো অ্যাকাউন্টে ছেয়ে গেছে ট্যুইটার
ওই বৈঠকেই তিনি বলেন, আমি আশা করি বাংলার সব বিধায়ক ও সব সাংসদের ভোট পাব। কারণ আমি পাশের রাজ্যের মানুষ। সাধারণ ঘর থেকে উঠে এসেছি। পিছিয়ে পড়া সমাজের প্রতিনিধিত্ব করি। তাই বাংলার ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে।