Loan App Scam: বোনের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসে গ্রেফতার হলেন তিনি।
প্রতীকী ছবি
মাধ্যম নিউজ ডেস্ক: লোন অ্যাপ প্রতারণা চক্রের (Loan App Scam) মাস্টারমাইন্ড-কে গ্রেফতার করল কলকাতা পুলিশ। ধৃত এই যুবতী দুবাই থেকে বসে প্রতারণার কারবার চালাচ্ছিলেন। এই নিয়ে একাধিক অভিযোগও জমা পড়েছে বলে দাবি কলকাতা পুলিশের। কলকাতার এক বাসিন্দাকে ঠকানোর অভিযোগে এবার তাঁকে গ্রেফতার করা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, ধৃতের নাম সোনিয়া খারাটমল ও তিনি দুবাইয়ের বাসিন্দা। মুম্বই থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত মহিলাকে।
সূত্রের খবর অনুযায়ী, অভিযুক্ত সোনিয়া বোনের বিয়েতে যোগ দিতে দুবাই থেকে মুম্বইয়ে এসেছিলেন। আর সেসময়েই কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখার জালে ধরা পড়লেন এই যুবতী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঋণ দেওয়ার নাম করে তথ্য হাতিয়ে ব্ল্যাকমেল করত এই যুবতী। এইভাবে প্রতারণা করেই একাধিক ব্যক্তির থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছিলেন তিনি। এমনকী গত ২৭ জুন লালবাজারে এই নিয়ে একটি অভিযোগও দায়ের হয়েছিল। তদন্তে নেমে একটি বড় চক্রের সন্ধান পায় পুলিশ। বেশ কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে কোটি কোটি টাকার লেনদেনের তথ্যও পুলিশের হাতে উঠে আসে।
আরও পড়ুন: ফের কলেজিয়ামকে নিশানা কেন্দ্রীয় আইনমন্ত্রীর! কী বললেন, জানেন?
তবে তার আগে ৮ জনকে গ্রেফতার করা হয়েছিল একই ঘটনায় (Loan App Scam)। তাদের জেরা করেই মাস্টারমাইন্ডের কথা জানা যায়। তখন তদন্ত করে দেখা যায় এই যুবতী দুবাইয়ে বসে প্রতারণার কাজ চালিয়ে যাচ্ছেন। শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং মহারাষ্ট্রেও এরা প্রতারণা করেছে বলে অভিযোগ। তবে এবারে পুলিশের জালে স্বয়ং মাস্টারমাইন্ড। আরও জানা গিয়েছে, সোনিয়া মহারাষ্ট্রের বাসিন্দা এবং গত ৬ মাস ধরে তিনি দুবাইয়ে। আর সেখান থেকেই সবাইকে কন্ট্রোল করতেন।
এই বিষয়ে ডিসি সাইবার ক্রাইম অতুল ভি বলেন, ‘প্রতারণার (Loan App Scam) মাস্টারমাইন্ড সোনিয়াকে শুক্রবার আদালতে তোলা হয়েছে। এই যুবতী রীতিমত হুমকি দিয়ে ব্যক্তিদের সঙ্গে প্রতারণা করতেন। নানা ব্যাঙ্কের সঙ্গে আঁতাত করে কোটি টাকা রোজগার করেছেন কয়েক মাসে। অভিযুক্ত সোনিয়াকে কলকাতায় নিয়ে আসার বন্দোবস্ত করা হচ্ছে বলেও পুলিশ সূত্রে খবর।