img

Follow us on

Thursday, Sep 19, 2024

Durga Puja Donation: কেন দুর্গোৎসব কমিটিগুলোকে দেওয়া হচ্ছে অনুদান? রাজ্যের ব্যাখ্যা তলব হাইকোর্টের

Durga Puja 2022: সরকারি কর্মীদের বকেয়া ডিএ দেওয়ার টাকা নেই। অথচ, পুজো অনুদানের নামে কোটি কোটি টাকা বিলোচ্ছে রাজ্য সরকার...

img

কলকাতা হাইকোর্ট

  2022-08-29 18:08:18

মাধ্যম নিউজ ডেস্ক: সরকারি কর্মীদের বকেয়া ডিএ (Pending DA case) দেওয়ার টাকা নেই। অথচ, পুজো অনুদানের (Durga Puja Donation) নামে কোটি কোটি টাকা বিলোচ্ছে রাজ্য সরকার (Bengal Government)। এই অভিযোগের প্রেক্ষিতে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় (PIL Against Durga Puja Donation)  এক সপ্তাহের মধ্যে রাজ্য সরকারের জবাব তলব করল কলকাতা হাইকোর্ট (Calcutta Highcourt)।

সম্প্রতি, রাজ্যের দুর্গাপুজো কমিটিগুলিকে ৬০ হাজার টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata)। কিন্তু কেন এই অনুদান দেওয়া হচ্ছে? হলফনামা আকারে রাজ্য সরকারের কাছে তার স্পষ্ট কারণ জানতে চাইল হাইকোর্ট।

গত সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের রেজিস্টার্ড ৪৩ হাজার পুজো কমিটিগুলিকে ৬০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। গত দু’বছর পুজো কমিটিগুলিকে রাজ্যের দেওয়া অনুদানের অঙ্ক ছিল ৫০ হাজার। সঙ্গে ক্লাবগুলোকে পূজায় বিদ্যুৎ বিলে ভর্তুকি দেওয়ারও সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য। এর ফলে প্রায় ৩০০ কোটি টাকা খরচ হবে রাজ্যের কোষাগার থেকে। 

আরও পড়ুন: বকেয়া ডিএ না মিটিয়ে পুজোয় অনুদান! দুর্নীতিকে আড়াল নাকি নজরে পঞ্চায়েত?

এর বিরুদ্ধে গত ২৪ অগাস্ট কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করে জাতীয়তাবাদী আইনজীবী কাউন্সিল। পরে আরও দুটি মামলা দায়ের হয়। এই পর্যন্ত মোট তিনটি মামলা দায়ের হয়েছে দুর্গাপুজোর অনুদান নিয়ে। মামলাগুলির মূল প্রশ্ন, রাজ্য সরকারকে স্পষ্ট করে জানাতে হবে, কেন এই অনুদান দেওয়া হচ্ছে। 

সোমবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। এদিন মামলার শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানান, “এই বিষয়ে এখনও সরকারের তরফে কোনও বিজ্ঞপ্তি জারি হয়নি। বিজ্ঞপ্তি জারি না হলে সরকারের তরফে কোনো পদক্ষেপ নেওয়া হবে না।” মামলাকারীর তরফে সওয়াল করতে গিয়ে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, “বৈঠক ডেকে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে টাকা দেওয়ার কাজও শুরু হয়ে গিয়েছে।” 

আরও পড়ুন: কলকাতা পুরসভার আপত্তিতে বন্ধের মুখে মহম্মদ আলি পার্কের দুর্গাপুজো

রাজ্যের তরফে বলা হয়, বিগত কয়েক বছর ধরেই এই অনুদান দিয়ে আসছে রাজ্য। এই প্রেক্ষিতে অ্যাডভোকেট জেনারেল গত দু'বছরের অর্থাৎ ২০২০ ও ২০২১ সালের হাইকোর্টের দুটি নির্দেশের কপি আদালতে পেশ করেন জানান, হাইকোর্ট এই অনুদান দেওয়ার অনুমতি দিয়েছিল। বিকাশরঞ্জন ভট্টাচার্য তখন বলেন, “আপাতত অনুদান দেওয়া বন্ধ রাখার নির্দেশ দিক আদালত। কারণ টাকা বিলি করা শুরু হয়ে গেলে সেটা ফেরত নেওয়া সম্ভব নয়।” 

দুপক্ষের সওয়াল-পর্ব শোনার পর প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্যকে হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য পেশের সুযোগ দিয়েছে। রাজ্য সরকারকে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে। আদালতের নির্দেশ, তার মধ্যেই কারণ জানিয়ে আদালতের কাছে হলফনামা পেশ করতে হবে সরকারকে। ৫ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Tags:

Calcutta HC

Durga puja 2022

durga puja donation

Durga Puja Donation PIL


আরও খবর


ছবিতে খবর