Durga Puja 2023: মা দুর্গার আশীর্বাদ গ্রহণে গুজরাট থেকে ছত্তিসগঢ় হয়ে শহরে স্বরাষ্ট্রমন্ত্রী
পুজোর উদ্বোধনে কলকাতায় অমিত শাহ।
মাধ্যম নিউজ ডেস্ক: দুর্নীতিমুক্ত বাংলা চান, তার জন্যই দেবী দুর্গার আশীর্বাদ গ্রহণ করতে গুজরাট থেকে ছত্তিসগড় হয়ে কলকাতায় এসেছেন বলে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার সন্ধ্যায় কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারে দুর্গাপুজোর উদ্বোধনে এসে তিনি বলেন, "পশ্চিমবঙ্গে পরিবর্তন আনতে সর্বশক্তি প্রয়োগ করব। বাংলা থেকে দুর্নীতি, অন্যায়, অত্যাচার দ্রুত শেষ হোক, এই শক্তি মা আমাদের দিন, এই প্রার্থনা জানাই।"
Fortunate to have inaugurated a Durga Puja pandal at Sealdah in West Bengal today. The pandal, built fascinatingly like the Shri Ram Temple in Ayodhya, can dazzle anyone with its magnificence.
— Amit Shah (@AmitShah) October 16, 2023
Durga Puja means the victory of good over evil. May Maa Durga, bless us with the… pic.twitter.com/pOzyT58t4v
শিয়ালদহের কাছে সন্তোষ মিত্র স্কোয়ার অর্থাৎ লেবুতলা পার্কে এবারের পুজোর মণ্ডপ তৈরি হয়েছে অযোধ্যার রাম মন্দিরের আদলে। সেই মণ্ডপের উদ্বোধন করতে দ্বিতীয়ার সন্ধ্যায় ঝটিকা সফরে কলকাতায় এসেছিলেন অমিত শাহ। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন ওই পুজোর প্রধান উদ্যোক্তা বিজেপি কাউন্সিলর সজল ঘোষ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ও বিজেপি নেতা রাহুল সিনহা। ছিলেন মঠ ও মন্দিরের সাধু - সন্তরা। এদিন ফিতে কাটার কিছুক্ষণ পরেই দিল্লির বিমান ধরার উদ্দেশে রওনা হয়ে যান অমিত শাহ।
আজ, পশ্চিমবঙ্গের শিয়ালদহে একটি দুর্গা পূজার প্যান্ডেল উদ্বোধন করার সৌভাগ্য আমার হয়েছে। অযোধ্যার শ্রী রাম মন্দিরের আদলে নির্মিত প্যান্ডেলটির মাধুর্য যে কাউকেই মুগ্ধ করতে পারে।
— Amit Shah (@AmitShah) October 16, 2023
দুর্গাপূজা মানেই অশুভ শক্তির ওপর শুভ শক্তির জয়। মা দুর্গা, আমাদের সকলকে শক্তি দিক, যাতে সমাজের… pic.twitter.com/EeJkXyyxMk
শুধুমাত্র মা দুর্গার আশীর্বাদ নেওয়ার জন্যই এদিন বাংলায় এসেছেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। "রামমন্দির উদ্বোধনের আগে, আজ উত্তর কলকাতার এই মণ্ডপ গোটা বিশ্বের কাছে রাম জন্মভূমির বার্তা পৌঁছে দিচ্ছে" দাবি শাহের। তিনি বলেন, "আজ আমি কোনও রাজনীতির কথা বলতে আসিনি। আমি পশ্চিমবঙ্গে আসব, রাজনীতির কথাও বলব, আর এখানে পরিবর্তন আনতে সর্বশক্তি প্রয়োগ করব। জানুয়ারিতে রাম মন্দিরের উদ্বোধনের আগেই উত্তর কলকাতার মানুষ রাম মন্দিরের উদ্বোধন করে দিয়েছেন। সেজন্য আমি তাঁদের শুভেচ্ছা জানাই। প্যান্ডেলে মায়ের সামনে গিয়ে গোটা দেশের জন্য সুখ, শান্তি ও সমৃদ্ধির প্রার্থনা করব।"
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।