img

Follow us on

Monday, Jan 20, 2025

Cable Bridge: হাওড়ায় ভারতের দ্বিতীয় অত্যাধুনিক ‘কেবল ব্রিজ’ তৈরি করছে পূর্ব রেল

Eastern Railway: হাওড়ায় ১৩৪ মিটার দীর্ঘ লোহার ডেক ব্রিজ তৈরি করছে পূর্ব রেল…

img

হাওড়ায় নির্মিত হচ্ছে ‘কেবল ব্রিজ’ । সংগৃহীত চিত্র।

  2025-01-20 19:39:21

মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের দ্বিতীয় অত্যাধুনিক কেবল ব্রিজ তৈরি হচ্ছে হাওড়ায়। নির্মাণ করছে পূর্ব রেল (Eastern Railway)। জানা গিয়েছে, এই বছরই চালু করে দেওয়া হবে ব্রিজটি। এই ব্রিজটি হবে সিঙ্গল পাইলন কেবল সহ রোড ওভারব্রিজ।  জানা গিয়েছে, কয়েক দশকের পুরানো হাওড়া ব্রিজের উপর যানবাহণের চাপ কামাতে এই অভিনব ব্রিজের (Cable Bridge) ভাবনা। এই নয়া ব্রিজ হাওড়া স্টেশন থেকে জিটি রোডকে সংযুক্ত করবে। এই লোহার ডেক ব্রিজ ভারতে দ্বিতীয় সেতু। মুম্বইয়ে অটল সেতুর পর সলিড স্টল প্লেট ডেক ব্রিজ হাওড়ায় স্থাপন হবে। তাই এখন বাংলায় এই সেতু এক বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে বলে মনে করেছে ওয়াকিবহাল মহল।

আনুমানিক খরচ হবে ২০০ কোটি টাকা (Cable Bridge)

হাওড়ায় এই অভিনব ব্রিজকে (Cable Bridge) অনেকে চাঁদমারি ব্রিজ বলেছেন। পূর্ব রেল (Eastern Railway) জানিয়েছে, মূলত কেবল টাইপের আকারে নির্মিত হবে এই সেতু। আনুমানিক খরচ হবে ২০০ কোটি টাকা। সেতুর দৈর্ঘ্য ৬০ মিটার থেকে বেড়ে হচ্ছে ১৩৪ মিটার। পুরনো সেতুর জায়গায় তৈরি হচ্ছে চার লেনের কেবল টাইপ ব্রিজ। জানা গিয়েছে, তাইওয়ানের সংস্থা উইকন এই সেতুর নকশা তৈরি করেছে। আর নির্মাণের কাজ করছে এসপি সিংলা কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড। হাওড়া স্টেশন থেকে ২০০ মিটার দূরত্বে তৈরি হচ্ছে এই নয়া সেতু। 

আরও পড়ুনঃ আরজি করকাণ্ডে দোষী সিভিক সঞ্জয়ের আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ শিয়ালদা আদালতের

২০২৫ সালের মার্চ মাসের মধ্যে শেষ হবে কাজ

হাওড়া রেল স্টেশনের (Eastern Railway) ওল্ড কমপ্লেক্সে কয়েকটি প্ল্যাটফর্ম আরও লম্বা করা হবে। ফলে দূরপাল্লার ট্রেনগুলি এই প্ল্যাটফর্মের পাশ দিয়ে যাতায়াত করতে পারবে। স্টেশনের ১, ৭, ১০, ১১, ১২, ১৩ নম্বর প্ল্যাটফর্মের দৈর্ঘ্যও বাড়ানো হবে। ২০২৫ সালের মার্চ মাসের মধ্যে ১৫ এবং ২৪ নম্বর প্ল্যাটফর্ম নির্মাণ করে যাত্রীদের সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া হবে। একই ভাবে ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম তৈরিও করা হবে। ফলে নব নির্মীয়মাণ ব্রিজ বিশেষ ভাবে উপকারী হবে জনসাধারণের জন্য।  

জানা গিয়েছে, ৬০ মিটার চাঁদমারি ব্রিজ ১৯৩৩ সালে তৈরি করা হয়েছিল। একে ‘বাংলাবাবু ব্রিজ’-ও বলা হয়। এই সেতুই (Cable Bridge) এখন ১৩৪ মিটার দীর্ঘ সেতুতে পরিণত করা হবে। এই ব্রিজের নিচ দিয়ে রেলের মোট ১২টি লাইন যাবে।

  

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

Bengali news

Howrah

news in bengali

Cable Bridge

indias second

constructing


আরও খবর


ছবিতে খবর