পশ্চিম মেদিনীপুরের পিংলায় বেসরকারি স্কুল তৈরি করতে প্রায় ১৫ কোটি টাকা খরচ করা হয়। এই টাকার উৎস কোথায়?
কল্যাণময় ভট্টাচার্য ও পার্থ চট্টোপাধ্যায়।
মাধ্যম নিউজ ডেস্ক: এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্তে ধৃত রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) জামাই কল্যাণময় ভট্টাচার্যকে ( Kalyanmoy Bhattacharya ) জেরা করল ইডি (ED)৷ টানা সাত থেকে ১০ ঘণ্টা তাঁকে জেরা করেন ইডি আধিকারিকেরা। সোমবার সল্টলেকে সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে জেরা করা হয় তাঁকে। ইডি সূত্রে খবর, পার্থর জামাইয়ের উত্তরে সন্তুষ্ট নন তাঁরা৷ কল্যাণময়কে যে সমস্ত নথি নিয়ে আসতে বলা হয়েছিল, তাও তিনি ঠিক মতো আনেননি ৷ এই সমস্ত তথ্যই দিল্লিতে উপর মহলে জানিয়েছেন কলকাতার ইডি আধিকারিকেরা ৷
আরও পড়ুন: দল নয় রাজ্য, মুখ্যমন্ত্রীত্বই পছন্দ গেহলটের! ক্ষুব্ধ হাইকমান্ড, কংগ্রেস সভাপতি পদে কে?
প্রসঙ্গত, ২৩ জুলাই পার্থকে গ্রেফতারের পরে বিদেশে কর্মরত কল্যাণময় এবং পার্থের মেয়ে সোহিনী চট্টোপাধ্যায়কে বার বার ই-মেল করে সল্টলেকে সিজিও কমপ্লেক্সে ইডি-র আঞ্চলিক দফতরে তলব করা হয়েছিল। কিন্তু কল্যাণময়-সোহিনী তদন্তকারীদের সামনে হাজিরা দেননি। ইডি সূত্রের খবর, কল্যাণময় রবিবার বিদেশ থেকে ফিরে তদন্তকারীদের সঙ্গে যোগাযোগ করেন। তারপরই তাঁকে তলব করা হয়েছিল। সোমবার বেলা সাড়ে ১১টা নাগাদ ইডি-র অফিসে হাজির হন কল্যাণময়। রাত পর্যন্ত চলে জেরা।
আরও পড়ুন: ক্ষমতা হস্তান্তর বারবার ভুগিয়েছে কংগ্রেসকে, অন্যদিকে লক্ষ্যে অবিচল বিজেপি
সূত্রের খবর, সম্পত্তি সংক্রান্ত বেশ কিছু তথ্য কল্যাণময়ের কাছে জানতে চায় ইডি। শেয়ার কেনাবেচা ও জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কল্যাণময়ের যোগের সূত্র মিলেছে বলে তদন্তকারী সংস্থা সূত্রে খবর। একইসঙ্গে পশ্চিম মেদিনীপুরের পিংলায় পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রীর নামে একটি বিশাল বেসরকারি স্কুলের খোঁজ পায় ইডি৷ ওই স্কুলের চেয়ারম্যান কল্যাণময় ভট্টাচার্য৷ ইডি-র অভিযোগ, ওই অভিজাত স্কুল তৈরি করতে প্রায় ১৫ কোটি টাকা ব্যয় করা হয়েছিল৷ কিন্তু খাতায় কলমে খরচ দেখানো হয়েছে সাড়ে চার কোটি টাকার মতো৷ ইডি-র অনুমান, এসএসসি নিয়োগ দুর্নীতির টাকাই ওই স্কুল তৈরিতে লাগানো হয়ে থাকতে পারে৷ গত ১৪ সেপ্টেম্বর ওই স্কুলে হানা দিয়ে তল্লাশি চালান ইডি কর্তারা৷ ওই স্কুল তৈরির জন্য যে অর্থ লেগেছে তার উৎস কোথায় তা-ও জানতে চাওয়া হয় কল্যাণময়ের কাছে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।