ইডি সূত্রের খবর, তদন্তকারীরা ইতিমধ্যেই বিনয় ও বিকাশের বিপুল অঙ্কের লেনদেনের খবর পেয়েছেন। ৭৩১ কোটি টাকা লেনদেন হয়েছে বলে খবর।
প্রতীকী ছবি
মাধ্যম নিউজ ডেস্ক: কয়লা পাচার কাণ্ডে (Coal Smuggling Case) অভিযুক্ত বিনয় মিশ্র (Vinay Mishra) ও বিকাশ মিশ্রর একটি কোম্পানির নামে কেনা সম্পত্তি বাজেয়াপ্ত (Property Seized) করল ইডি অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। কয়লা দুর্নীতিতে (Coal Scam) অভিযুক্ত বিনয় ও বিকাশের ওই সম্পত্তির মূল্য আনুমানিক ১৩ কোটি ৬৩ লক্ষ টাকা।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে খবর, বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের (East Burdwan) গোপীনাথপুরে হানা দিয়েছিলেন তদন্তকারীরা। সেখান থেকে বিনয় ও বিকাশের দু’টি সম্পত্তি বেআইনি লেনদেন প্রতিরোধ আইন, ২০২২-এর (PMLA) আওতায় বাজেয়াপ্ত করা হয়েছে। ওই দু’টি সম্পত্তির মালিকানা রয়েছে ‘এলটিবি ইনফ্রা কনসালট্যান্ট’ নামে একটি সংস্থার হাতে। তদন্ত চলছে।
আরও পড়ুন: পার্থ, পরেশের বাড়ি সহ ১৩ জায়গায় হানা ইডি-র, কী মিলল তল্লাশিতে?
পশ্চিমবঙ্গের কয়লা দুর্নীতি (Bengal Coal Scam) মামলায় এর আগেই একাধিক অভিযুক্তের ২০৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। ইডি সূত্রের খবর, তদন্তকারীরা ইতিমধ্যেই বিনয় ও বিকাশের বিপুল অঙ্কের লেনদেনের খবর পেয়েছেন। ৭৩১ কোটি টাকা লেনদেন হয়েছে বলে খবর। লালা ওরফে অনুপ মাঝির (Anup Majhi) মারফত এই লেনদেন হয়েছে বলে ইডির প্রাথমিক অনুমান। তবে কেবল কয়লা মামলা নয়। বিনয় মিশ্রর বিরুদ্ধে গরু পাচারেরও অভিযোগ রয়েছে,তার তদন্ত চালাচ্ছে সিবিআই। বিনয়ের বিরুদ্ধে আগেই হুলিয়া জারি করেছে তারা।
আরও পড়ুন: কোটি কোটি টাকার লেনদেন! ৫ দিনের সিবিআই হেফাজতে ৭ ইসিএল আধিকারিক
এবার ইডির পালা। প্রসঙ্গত, কিংফিশারের কর্ণধার বিজয় মালিয়া (Vijay Mallya), শিল্পপতি মেহুল চোকসি (Mehul Choksi) ও নীরব মোদির (Nirav Modi) বিরুদ্ধে আইনের যে-ধারায় তদন্ত চলছে, বিনয়ের বিরুদ্ধেও সেই ধারা প্রয়োগের জন্য আইনি প্রস্তুতি শুরু করেছে ইডি। ইতিমধ্যেই দিল্লিতে ইডির সদর দফতরে বিনয়ের নামে মামলা দায়ের করা হয়েছে। তদন্তকারীরা জানান, ‘ফিউজিটিভ ইকনমিক অফেন্ডার’ (পলাতক আর্থিক অপরাধী) হিসেবে আইনের ধারায় বিনয়কে অভিযুক্ত বলে ঘোষণা করার জন্য সম্প্রতি নিম্ন আদালতে আবেদন করা হয়েছে। দেশ ও বিদেশে থাকা তাঁর সমস্ত বিষয়সম্পত্তি বাজেয়াপ্ত করার যে আইনি প্রস্তুতি শুরু করেছিল ইডি, বৃহস্পতিবার পূর্ব বর্ধমানে হানা তারই প্রথম ধাপ বলে অনুমান।