img

Follow us on

Sunday, Jan 19, 2025

Ration Distribution Case: রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত বাকিবুর-জ্যোতিপ্রিয়কে মুখোমুখি বসিয়ে জেরা করবে ইডি!

রেশন কেলেঙ্কারি মামলায় বাকিবুরকে জেরা করতেই উঠে আসে তৃণমূল নেতার নাম...

img

কী প্রশ্ন করা হতে পারে জ্যোতিপ্রিয়কে? ফাইল ছবি।

  2023-10-27 14:02:12

মাধ্যম নিউজ ডেস্ক: রেশন কেলেঙ্কারি মামলায় (Ration Distribution Case) গ্রেফতার হয়েছেন রাজ্যের বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। শুক্রবার কাকভোরে গ্রেফতার করা হয় তাঁকে। এর আগে এই মামলায় গ্রেফতার করা হয়েছিল বাকিবুর রহমানকে। ইডি সূত্রে খবর, বাকিবুরের মুখোমুখি বসিয়ে দেওয়া হবে তৃণমূল নেতা জ্যোতিপ্রিয়কে। তার পরেই শুরু হবে টানা জেরা।

গ্রেফতার জ্যোতিপ্রিয়

প্রসঙ্গত, বৃহস্পতিবার টানা কুড়ি ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয় তৃণমূল নেতাকে। তল্লাশিও চালানো হয় তাঁর বাড়িতে। জেরার মুখে জ্যোতিপ্রিয়র কথায় কিছু অসঙ্গতি ধরা পড়ায় গ্রেফতার করা হয় তাঁকে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, জ্যোতিপ্রিয়র বাড়ি থেকে রেশন বণ্টন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু নথি মিলেছে। জানা গিয়েছে, বাকিবুর জ্যোতিপ্রিয়র ঘনিষ্ঠ। রেশন কেলেঙ্কারি মামলায় বাকিবুরকে জেরা করতেই উঠে আসে প্রাক্তন খাদ্যমন্ত্রীর নাম। তার পরেই তল্লাশি চালানো হয় তাঁর বাড়িতে। পরে করা হয় গ্রেফতার।

দুর্নীতি কীভাবে?

আটা নিয়ে দুর্নীতি (Ration Distribution Case) হয়েছে কীভাবে? ইডির নথিতে বলা হয়েছে, মিল মালিকরা কড়ায়-গণ্ডায় নিয়ে নিতেন সরকারি অর্থ। তবে তার বিনিময়ে তাঁরা যে রেশন সামগ্রী সরবরাহ করতেন, তার হিসেব মিলত না। প্রতি কেজি আটার দামে অন্তত ২০০ গ্রাম কম দিতেন মিল মালিকরা। ইডি সূত্রে খবর, এ সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে জ্যোতিপ্রিয় ও বাকিবুরকে। তাঁরা একে অপরকে কীভাবে চেনন, রেশন কেলেঙ্কারিতে  কারা জড়িত, টাকার ভাগ-বাঁটোয়ারা কীভাবে হত, মূলত এসব প্রশ্নই করা হতে পারে জ্যোতিপ্রিয় ও বাকিবুরকে মুখোমুখি বসিয়ে।

আরও পড়ুুন: "কান এসেছে, এরপর মাথাও আসবে", জ্যোতিপ্রিয়র গ্রেফতারির পর কী ইঙ্গিত দিলেন সুকান্ত?

ইডি সূত্রে খবর, রেশন কেলেঙ্কারি মামলায় (Ration Distribution Case) কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে ধৃত বাকিবুরের পিছনে বড় মাথা হিসেবে গ্রেফতার করা হয়েছে মন্ত্রীমশাইকে। তাঁর বিপুল পরিমাণ সম্পত্তি ও আয়ের মধ্যে বিস্তর ফারাক খুঁজে পান তদন্তকারীরা। তার পরেই এদিন কাকভোরে গ্রেফতার করা হয় তৃণমূল নেতাকে।

এদিকে, রেশনের গম খোলা বাজারে বিক্রির অভিযোগ রয়েছে বাকিবুরের বিরুদ্ধে। এই কেলেঙ্কারিতে রাজ্যের রেশন ডিলারদের একাংশও যুক্ত বলে অনুমান ইডির। তাই কেলেঙ্কারির শিকড়ে পৌঁছতে চাইছেন ইডির তদন্তকারী আধিকারিকরা।  

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

Tags:

bangla news

ED

Bengali news

Ration Distribution Case

tmc leader jyotipriya mallick

bakibur rahman


আরও খবর


ছবিতে খবর