img

Follow us on

Saturday, Jan 18, 2025

Ration Scam: বাকিবুর সম্পর্কে আরও তথ্য পেতে এবার খাদ্য দফতরে চিঠি পাঠাল ইডি

বুধবারই আদালতে পেশ করা হয় বাকিবুরকে, কী তথ্য দিল ইডি?

img

বাকিবুর রহমান (ফাইল ছবি)

  2023-11-22 17:39:18

মাধ্যম নিউজ ডেস্ক: রেশন দুর্নীতি (Ration Scam) মামলায় গ্রেফতার হওয়া বাকিবুর রহমান সম্পর্কে তথ্য পেতে এবার খাদ্য দফতরের কাছে চিঠি পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে জানা গিয়েছে, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া থেকে বাকিবুর রহমানের মিলে কত পরিমাণ চাল এবং গম এসেছে এবং কত আটা ও চাল বিলি করা হয়েছে, সেই তথ্যই চাওয়া হয়েছে। বাকিবুরের মিল যতদিন এই কাজ করেছে খাদ্য দফতরের সঙ্গে, ঠিক ততদিনেরই হিসাব চাওয়া হয়েছে।

খোলাবাজারে বিক্রি হতো রেশনসামগ্রী

প্রসঙ্গত, চলতি বছরের দুর্গা্পুজোর আগেই গ্রেফতার করা হয় বাকিবুর রহমানকে (Ration Scam)। জানা গিয়েছে, খাদ্য দফতর থেকে বাকিপুরের মিলেই আসতো চাল-গম এবং সেখান থেকে গম ভাঙিয়ে আটা ও চাল বিলি করা হতো। প্রথমে বাকিবুরকে জিজ্ঞাসাবাদ করার পরে তদন্তকারীরা হদিশ পান নদিয়ার আটা এবং চাল কল 'মেসার্স এমপিজি রাইস মিল প্রাইভেট লিমিটেড'-এর। জানা গিয়েছে, ওই চাল এবং আটাকল সংস্থার ডিরেক্টর খোদ বাকিবুর। এখান থেকেই খোলা বাজারে বিক্রি করার জন্য সরকারি রেশন সরানো হতো।

কীভাবে এই দুর্নীতি হত?

ইডির নথিতে বলা হয়েছে, মিল মালিকরা সরকারি অর্থ মিলিয়ে নিতেন। তবে তার বিনিময়ে যে পরিমাণ চাল এবং আটা সরবরাহ করা হত, তার হিসাব মিলত না (Ration Scam)। প্রতি এক কেজি আটার দামে ২০০ গ্রাম করে কম আটা দেওয়া হত। কখনও সখনও এই চুরির পরিমাণ দাঁড়াতো ৪০০ গ্রাম। রেশন দুর্নীতির তদন্তে নেমে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। জানা গিয়েছে চাল এবং আটাকলের মালিকদের জিজ্ঞাসাবাদ করেই এই তথ্য পাওয়া গিয়েছে।

বুধবারই বাকিবুরকে কোর্টে হাজির করা হয়

অন্যদিকে বুধবারই বাকিবুর রহমানকে আদালতে হাজির করানো হয়। আদালত এদিন তাঁকে ৬ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। ইডির আইনজীবী এদিন কোর্টে (Ration Scam) জানান, গমের পর এখন চালের কারবার নিয়েও তদন্ত চালাচ্ছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। ইডির আরও দাবি, ধান কেনার ক্ষেত্রে খাদ্য দফতরে ভুয়ো অফিসার এবং ভুয়ো সমবায় সমিতির মাধ্যমেই লেনদেন করা হত। কৃষকদের কাছ থেকে ধান কেনার সময় অনেকেই খাদ্য দফতরের ভুয়ো অফিসার সেজে যেতেন, আবার ভুয়ো সমবায় সমিতির সিলও ব্যবহার করা হতো।

 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

ED

Bengali news

Ration Scam

bakibur rahaman


আরও খবর


ছবিতে খবর