যেই অ্যাকাউন্টগুলি ফ্রিজ করার নির্দেশ দেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে ব্যক্তিগত অ্যাকাউন্ট-সহ তাঁর সংস্থা ও কলেজের অ্যাকাউন্ট।
তাপস-ইডি
মাধ্যম নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Scam) সমস্যা আরও বাড়ল মানিক ভট্টাচার্য-ঘনিষ্ট তাপস মণ্ডলের। তাঁর ১২টি ব্যাঙ্ক অ্যাকাউন্টকে ফ্রিজ করার নির্দেশ দিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট। ব্যাঙ্কগুলিকে চিঠি দিয়ে লেনদেন বন্ধ করতে বলা হয়েছে।
যেই অ্যাকাউন্টগুলি ফ্রিজ করার নির্দেশ দেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে ব্যক্তিগত অ্যাকাউন্ট-সহ তাঁর সংস্থা ও কলেজের অ্যাকাউন্ট। অ্যাকাউন্টগুলির প্রতিটিতেই রয়েছে বিপুল পরিমাণ টাকা (SSC Scam)। কোনওটায় দু’কোটি তো কোনোটায় তিন কোটি।
ইডির তরফে জানা গিয়েছে, এই অ্যাকাউন্টগুলি থেকেই মানিক ভট্টাচার্যের ছেলে শৌভিক ভট্টাচার্যকে টাকা দিয়েছিলেন তাপস মণ্ডল (SSC Scam)। এদিনই মানিক ভট্টাচার্যের যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এক মাসের মধ্যেই দেশ-বিদেশের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে। মানিকের যেদিন সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ এল, সেদিনই ফ্রিজ হল তাপসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট।
কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে জানা গিয়েছে, তাপসের নামের প্রতিটি ব্যাঙ্ক অ্যাকাউন্টেই কোটি কোটি টাকা ছিল। সেই টাকা কোথা থেকে এল? তাপসের কাছে জানতে চান গোয়েন্দারা। এত টাকা আয়ের উৎস সম্পর্কে পরিষ্কার করে কিছু বলতে পারেননি তাপস (SSC Scam)। আর তাতেই গোয়েন্দারা তাঁর অ্যাকাউন্ট ফ্রিজ করার সিদ্ধান্ত নেন। তাপস মণ্ডলের একটি এনজিও রয়েছে। ব্যক্তিগত অ্যাকাউন্টের টাকা এনজিও-তে যেত বলে তদন্তকারীদের অনুমান। তাপস মামলা লড়ছেন। এবার প্রশ্ন উঠছে অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেলে, মামলা লড়ার টাকা কোথা থেকে আসবে?
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিতে মানিক ভট্টাচার্যের নাম জড়ানোর পরই তাপস মণ্ডলের নাম প্রকাশ্যে আসে। তাপসের সঙ্গে মানিকের পুত্রেরও নিয়মিত যোগাযোগ ছিল বলে জানতে পারেন তদন্তকারীরা। এর পর বহু বার সিবিআই এবং ইডির দফতরে ডেকে পাঠানো হয় তাপসকে। তিনি যদিও প্রথমে চাকরিপ্রার্থীদের কাছ থেকে বেআইনি ভাবে অর্থ নেওয়ার বিষয়ে তদন্তকারীদের বহু তথ্য দিয়েছেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতেই গ্রেফতার করা হয় হুগলির যুবনেতা কুন্তল ঘোষকে (SSC Scam)।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
Tags: