Businessman: টাকা নিয়ে বিদেশে পালানোর ছক! কনকাস্ট স্টিলের মালিক গ্রেফতার...
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সংগৃহীত চিত্র।
মাধ্যম নিউজ ডেস্ক: ব্যাঙ্ক থেকে টাকা নিয়ে বিদেশে পালানোর ছক কষছিলেন তিনি। ২৭টি ব্যাঙ্ককে ঠকিয়ে ৬ হাজার ২০০ কোটি টাকা হাতিয়েছিলেন ব্যবসায়ী সঞ্জয় সুরেকা। এবার আর্থিক দুর্নীতির দায়ে তাঁকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। জানা গিয়েছে, মঙ্গলবার কলকাতা সহ রাজ্যের আট জায়গায় তল্লাশি চালায় ইডি (ED Raid)। তারপর তাঁকে আটক করা হয়।
ইডি (ED Raid) সূত্রে জানা গিয়েছে, “ভারতীয় স্টেট ব্যাঙ্ক সহ ২৭টি ব্যাঙ্কে আর্থিক সংস্থাকে ঠকিয়েছেন এই ব্যবসায়ী। আনুমানিক প্রায় ৬ হাজার ২০০ কোটি টাকা ব্যাঙ্ক প্রতারণার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এই ব্যবসায়ীর সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ করেছে সিবিআই-ও। ব্যাঙ্ক জালিয়াতি দমন শাখাতেও মামলা রয়েছে সংস্থার বিরুদ্ধে।” সূত্রে আরও জানা গিয়েছে, ওই ব্যাক্তি বর্তমানে একাধিক কোম্পানির ডিরেক্টর এবং অ্যাডিশনাল ডিরেক্টর পদে রয়েছেন। বিপুল পরিমাণ টাকা নিয়ে ব্যাঙ্কের সঙ্গে আর্থিক প্রতারণা করছেন। তবে তদন্তকারি অফিসারদের অনুমান এই টাকা বিদেশে পাচার হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। এখন এই টাকা দিয়ে অভিযুক্ত কী করতেন, কোথায় বিনিয়োগ করেছেন ইত্যাদি বিষয় খতিয়ে দেখছে ইডির অফিসাররা।
আরও পড়ুনঃ শিব-হনুমান মন্দিরের পর সম্ভলে উদ্ধার প্রাচীন রাধাকৃষ্ণ মন্দির, শুরু হয়েছে আরাধনা
জানা গিয়েছে, এই ব্যক্তি হলেন কনকাস্ট স্টিলের মালিক। ব্যাঙ্ক প্রতারণা মামলায় দক্ষিণ কলকাতার বালিগঞ্জ, নিউ আলিপুর থেকে শহরতলির দমদম ক্যান্টনমেন্ট, বৈদ্যবাটি, বেলুড়, ঘুসুড়িতে ম্যারাথন তল্লাশি চালালেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। তাঁর বাড়িতেও তল্লাশি চালায় তদন্তকারি অফিসাররা। ইডি (ED Raid) দীর্ঘ সময় ধরে তল্লাশি চালিয়ে বেশ কয়েক কোটির সোনা উদ্ধার করেছে কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা। এই বিপুল পরিমাণ সোনার কোনও রকম বৈধ কাগজপত্র দেখাতে পারেননি ব্যবসায়ী। তিনি একই ভাবে আরও বেশ কিছু সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন। ব্যবসায়ীর বাড়ি থেকে একাধিক নথি এবং জমির কাগজ তদন্তকারীরা উদ্ধার করেছে। এখন সব কিছুকে ভালো করে খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।