img

Follow us on

Friday, Sep 20, 2024

Cattle Smuggling: টানা ২ দিন দিল্লিতে ইডি জেরার মুখে সুকন্যা, কলকাতায় সিবিআইয়ের সামনে কেরিম

সায়গল হোসেন, আবদুল লতিফ ও কেরিম খানের যোগসূত্র...

img

সুখের সে দিন..., অনুব্রত ও তাঁর মেয়ে সুকন্যা মণ্ডল।

  2022-11-03 17:51:18

মাধ্যম নিউজ ডেস্ক: বুধবারের পর বৃহস্পতিবার। ফের ইডির (ED) সদর দফতরে হাজির হলেন অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) কন্যা সুকন্যা। গরু পাচার মামলায় বুধবার টানা প্রায় সাড়ে আট ঘণ্টা জেরা করা হয় সুকন্যাকে। এদিন শুরু হয়েছে ফের জিজ্ঞাসাবাদ। এদিন ইডির দফতরে রয়েছেন রাজীব ভট্টাচার্য ও অনুব্রতর আপ্ত সহায়ক মণীশ কোঠারিও।

এদিন সকাল দশটার কিছু পরে লাল রংয়ের স্কার্ট ও কালো টপ পরে গাড়ি থেকে নেমে ইডি দফতরে ঢোকেন সুকন্যা। শুরু হয় জিজ্ঞাসাবাদ। জানা গিয়েছে, দিল্লিতে ইডি হেফাজতে রয়েছেন অনুব্রতর (Anubrata Mondal) প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনও। সূত্রের খবর, বুধবার প্রথমে আলাদা করে জিজ্ঞাসাবাদের পর সায়গলের মুখোমুখি বসিয়ে ফের একপ্রস্ত জেরা করা হয় সুকন্যাকে।
এদিকে, গরু পাচার মামলায় এবার স্বাধীন ট্রাস্টকে নোটিশ ধরাল সিবিআই (CBI)। ওই ট্রাস্টের সভাপতি তথা প্রধান কর্তা মলয় পিঠকে বুধবার তলব করা হয়। যদিও মলয় জানান, তিনি আসবেন না। তাঁর সাফ কথা, নোটিশ যেহেতু স্বাধীন ট্রাস্টের নামে, তাই নিজাম প্যালেসে সিবিআইয়ের দফতরে যাবেন ট্রাস্টের তরফে অন্য কেউ। তিনি বলেন, আমাকেই যেতে হবে এর কোনও মানে নেই।

আরও পড়ুন: দিল্লিতে ইডির দফতরে মুখোমুখি জেরা সায়গল-সুকন্যাকে! কী বললেন অনুব্রত-তনয়া?

প্রসঙ্গত, মলয়ের ৫০-৬০টি কলেজ রয়েছে। বোলপুর, পাথর প্রতিমা, নয়াগ্রাম, তেহট্ট, কালীগঞ্জ, মানবাজার, ত্রিপুরা এবং আন্দামানেও কলেজ রয়েছে তাঁর। জানা গিয়েছে, ন কোটি টাকার লেনদেন নিয়ে মলয়কে জেরা করতে চায় সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, অনুব্রত (Anubrata Mondal) ও তাঁর ঘনিষ্ঠদের অ্যাকাউন্ট থেকে মোটা অঙ্কের টাকা মলয়ের ট্রাস্টের অ্যাকাউন্টে ঢুকেছিল। ভোলে বোম রাইস মিলের ভিতরে যে বিলাসবহুল কয়েকটি গাড়ি মিলেছিল, তার মধ্যে স্বাধীন ট্রাস্টের গাড়িও ছিল। ওই গাড়িগুলি ব্যবহার করতেন অনুব্রত। স্বাধীন ট্রাস্টের অ্যাকাউন্টে কেন ও কী উদ্দেশ্যে কোটি কোটি টাকা গিয়েছিল, সে ব্যাপারেই জানতে চাইছে সিবিআই।

এদিকে, কলকাতায় নিজাম প্যালেসে অনুব্রত (Anubrata Mondal) ঘনিষ্ঠ কেরিম খানকে জেরা করছে সিবিআই। গরু পাচারকাণ্ডে ক্রমশ ফাঁস শক্ত করছেন তদন্তকারীরা। তদন্তে নেমে সায়গল হোসেন, আবদুল লতিফ ও কেরিম খানের যোগসূত্র খুঁজে পেয়েছে সিবিআই। ওই যোগসূত্রের ব্যাপারে নিশ্চিত হতেই কেরিমকে ফের তলব করেছে সিবিআই।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

Tags:

cbi

anubrata mondal

Bengali news

Cattle smuggling case

cow smuggling case

swadhin trust


আরও খবর


ছবিতে খবর