img

Follow us on

Monday, Nov 25, 2024

Coal Smuggling scam: কয়লা পাচারকাণ্ডে মলয় ঘনিষ্ঠ আরও এক তৃণমূল নেতাকে তলব ইডির

এবার ইডি-র ডাক মলয় ঘনিষ্ঠকে, যেতে হবে আই টি রিটার্ন, পাসপোর্ট এবং ফটো নিয়ে

img

মলয় ঘটক ঘনিষ্ঠ তৃণমূল নেতা শঙ্কর চক্রবর্তী। নিজস্ব চিত্র।

  2023-06-06 16:29:48

মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে কয়লা পাচারকাণ্ডে (Coal Smuggling scam) শাসক দলের মন্ত্রী ঘনিষ্ঠ আরেক তৃণমূল নেতাকে তলব করল ইডি। শাসক দলের রাঘব বোয়ালদের ধরতেই কি এবার রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক ঘনিষ্ঠ তৃণমূল নেতা শঙ্কর চক্রবর্তীকে তলব? এই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। পরিচয়ের যাবতীয় নথি নিয়ে ইডির দফতরে হাজির হতে বলা হয়েছে তাঁকে। শঙ্কর চক্রবর্তীকে আগামী সপ্তাহে কয়লা পাচার কাণ্ডে (Coal Smuggling scam) তলব করেছে ইডি। শঙ্করবাবুকে ইডি দফতরে তাঁর আধার কার্ড, ভোটার কার্ড, আই টি রিটার্ন, পাসপোর্ট এবং ফটো নিয়ে আসতে হবে বলে জানা গেছে। সোমবার ইডি দফতর থেকে নোটিশ বাড়িতে পৌঁছালে তা গ্রহণ করেন স্ত্রী দীপা চক্রবর্ত্তী।

শঙ্কর চক্রবর্তীর স্ত্রীর বক্তব্য

স্ত্রী দীপা চক্রবর্তী বলেন, ইডির নোটিশ (Coal Smuggling scam) আমরা পেয়েছি। বর্তমানে আমার স্বামী খুব অসুস্থ। কিন্তু তবুও ইডি দফতরে দেখা করতে যাবেন উনি। আর যা যা ডকুমেন্ট নিয়ে দেখা করতে বলা হয়েছে, তা ইতিমধ্যেই পাঠানো হয়েছে।

কয়লা পাচারে অভিযুক্ত তৃণমূলের নেতা-মন্ত্রী

কয়লা পাচারকাণ্ডে (Coal Smuggling scam) তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রীকে ইতিমধ্যেই বেশ কয়েকবার ইডি দিল্লিতে তলব করেছিল। কয়লা-গরু পাচারকাণ্ডে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে সিবিআই-ইডি গ্রেফতার করে হেফাজতে নিয়েছে। বর্তমানে তাঁর ঠিকানা তিহার জেল। এই কয়লা পাচারকাণ্ডেই তৃণমূলের প্রাক্তন যুব নেতা বিনয় মিশ্রকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পলাতক ঘোষণা করেছে। বিরোধীদের বক্তব্য, অভিযুক্ত বিনয় মিশ্র অভিষেক ঘনিষ্ঠ বলে পরিচিত ছিল। রাজ্যের এক পুলিশ অফিসারকেও ইডি গ্রেফতার করেছিল বলে জানা গিয়েছে। বর্তমানে আরও এক তৃণমূল নেতা বিকাশ মিশ্র আসানসোল স্পেশাল কোর্ট থেকে জামিনে বাইরে রয়েছেন। কয়লা পাচারে রাজ্যের শাসক দলের নেতা-মন্ত্রীদের কপালে ইডি চিন্তার ভাঁজ ফেলছে, মনে করছে রাজনীতির একাংশ মানুষ। বিরোধী দলের বক্তব্য, যারা কয়লা পাচার করে লক্ষ লক্ষ টাকা চুরি করেছে, তাদের শাস্তি অবশ্যই হবে।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

Bengali news

Coal Smuggling scam

coal scam

bengal coal scam


আরও খবর


ছবিতে খবর