img

Follow us on

Sunday, Jan 19, 2025

ED Summons: চন্দ্রনাথের বাড়িতে উদ্ধার ৪১ লাখ, চলতি সপ্তাহেই মন্ত্রীকে তলব ইডির

ইডির তলব মন্ত্রী চন্দ্রনাথকে...

img

মন্ত্রী চন্দ্রনাথ সিনহা (সংগৃহীত ছবি)

  2024-03-25 19:04:10

মাধ্যম নিউজ ডেস্ক: মন্ত্রী চন্দ্রনাথ সিনহার (ED Summons) বাড়িতে ৪১ লাখ টাকা উদ্ধারের বিষয়টি নির্বাচন কমিশনকে জানাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। বিশেষজ্ঞদের মতে, কমিশনের নিয়ম অনুযায়ী কোনও কেন্দ্রীয় এজেন্সি ১০ লাখ টাকার বেশি উদ্ধার করলে তা নির্বাচন কমিশনকে জানাতে হয়। সেই মতোই ৪১ লাখ টাকার বিষয়টি কমিশনকে অবগত করাল ইডি। অন্যদিকে, এরই মধ্যে মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে তলবও করেছে ইডি। রাজ্যের মন্ত্রীকে (ED Summons) কলকাতায় কেন্দ্রীয় সংস্থার সদর দফতরে তলব করা হয়েছে বলে খবর। জানা গিয়েছে, চলতি সপ্তাহেই তলব করা হয়েছে চন্দ্রনাথকে।

নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ

ইডি সূত্রে জানা গিয়েছে, নিয়োগ দুর্নীতি মামলায় (ED Summons) ধৃত তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষের সূত্র ধরেই উঠে আসে চন্দ্রনাথের নাম। কুন্তলের বাড়িতে তল্লাশি চালিয়ে ১০০ জন চাকরিপ্রার্থীর একটি তালিকা পায় তদন্তকারী আধিকারিকরা। তখনই উঠে আসে রাজ্যের মন্ত্রীর নাম। শুক্রবার সকালেই বোলপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডি হানা দেয়। সাত সকালেই ইডির তিনটি গাড়ি ঢোকে মন্ত্রীর নিচুপট্টির বাড়িতে। প্রায় ১৪ ঘণ্টা ধরে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বোলপুরের বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তদন্তের খবর পেয়ে দলীয় কর্মসূচি ছেড়ে তড়িঘড়ি বাড়ি ফিরে আসেন মন্ত্রী। শুক্রবার রাত ১০টা ৪০ নাগাদ তাঁর বাড়ি থেকে বের হন ইডি আধিকারিকরা। 

অনুব্রত ঘনিষ্ঠ চন্দ্রনাথ

প্রসঙ্গত, অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হিসাবেই জেলার রাজনীতিতে পরিচিত চন্দ্রনাথ সিনহা। অনুব্রত মণ্ডলের পাড়াতেই তাঁর বাড়ি। চন্দ্রনাথ সিনহা রাজ্যের ক্ষুদ্র এবং কুটির শিল্প মন্ত্রী রয়েছেন। গত ফেব্রুয়ারি মাসেই দেখা গিয়েছিল, বোলপুরে অনুব্রত মণ্ডলের বাড়ির ঠিক পাশের তৃণমূলের কার্যালয়ে হানা দেয় ইডি (ED Summons)। একইসঙ্গে অনুব্রত মণ্ডল যে কালীপুজো করতেন, সেই প্রতিমার বিপুল গয়নার উৎস জানতে স্থানীয় ব্যাঙ্কেও যায় ইডির দল।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

Bengali news

ED raids

ED Summons

minister chandranath sinha