img

Follow us on

Sunday, Jan 19, 2025

Nusrat Jahan: ‘‘সব নথি জমা দেননি’’! বলছে ইডি, ফ্ল্যাট প্রতারণাকাণ্ডে কি ফের বিপাকে নুসরত?

ED: ফ্ল্যাট প্রতারণাকাণ্ডে ফের নুসরতের প্রাক্তন সংস্থার ডিরেক্টর রাকেশ সিং-কে তলব করল ইডি...  

img

নুসরত জাহান।

  2023-09-20 16:43:42

মাধ্যম নিউজ ডেস্ক: ফ্ল্যাট প্রতারণকাণ্ডে অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহানের (Nusrat Jahan) কাছে আরও তথ্য চাইল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, নুসরতের কাছ থেকে যে যে নথি চাওয়া হয়েছিল, তা সবটা এখনও জমা দেননি তিনি। তাই তাঁর কাছ থেকে সব নথি চেয়েছে ইডি। অন্যদিকে ইডির তরফে নুসরতের প্রাক্তন সংস্থার সিইও রাকেশ সিংকে ফের  আগামী সপ্তাহে হাজির হতে বলা হয়েছে ।

নুসরতের বিরুদ্ধে অভিযোগ

ইডি সূত্রে খবর, ফ্ল্যাট প্রতারণকাণ্ডে অন্যতম অভিযুক্ত তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহানের (Nusrat Jahan) কাছ থেকেও আরও কিছু নথি চেয়ে পাঠানো হয়েছে। তবে তাঁকে সশরীরে হাজিরা দিতে বলেনি কেন্দ্রীয় সংস্থা। ২৪ কোটির ফ্ল্যাট প্রতারণা মামলায় ইতিমধ্যেই ১২ সেপ্টেম্বর নুসরতকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। প্রায় সাড়ে ৬ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। ২০১৪-১৫ সালে নুসরত যে সংস্থার ডিরেক্টর ছিলেন, সেই ‘সেভেন সেন্সেস ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড’ব্যাঙ্ক কর্মীদের সঙ্গে ফ্ল্যাট দেওয়ার নাম করে প্রতারণা করেছে বলে অভিযোগ ওঠে। অভিযোগ, প্রথমে নুসরত তাঁদের আশ্বস্ত করেছিলেন ২ কামরার ফ্ল্যাট দেবেন। প্রতিশ্রুতি পূরণ করেননি। পরে বলেন, হিডকোর কাছে তিন কামরার ফ্ল্যাট দেবেন। বছর পেরিয়ে সেই প্রতিশ্রুতিও পূরণ হয়নি। এরই মধ্যে নুসরত নিজে পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাট কেনেন। নুসরতের বিরুদ্ধে ব্যাঙ্কের কর্মীরা প্রথমে গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করেন। কিন্তু সে সময়ে পুলিশের বিরুদ্ধেও নিষ্ক্রিয়তার অভিযোগ ওঠে। এরপর  আলিপুর আদালতে গিয়ে মামলা ফাইল করেন প্রতারিতরা। সম্প্রতি বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা এই অভিযোগ সামনে আনেন।

আরও পড়ুুন: ‘‘প্ররোচনার উদ্দেশ্য ছিল না’’, ভারত চাপ দিতেই খালিস্তান নিয়ে সুর বদল কানাডার

নুসরতের কাছে কী চায় ইডি

নুসরতের (Nusrat Jahan) আয় ব্যয়ের হিসাব, ও নুসরতের সঙ্গে তাঁর কোম্পানির যোগসূত্র খুঁজে পেতে আরও তথ্য়ের প্রয়োজন ইডির। আর সেই কারণেই বাকি নথি জোগাড় করে দ্রুত ইডি দফতরে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের সময়ই বাকি নথি নুসরতকে দ্রুত জমা দিতে বলেন তদন্তকারীরা। সূত্রের খবর, সপ্তাহ ঘুরলেও সেই নথি আজও জমা পড়েনি। ইডি সূত্রে খবর, নুসরতের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেনের তথ্য ও সেভেন্থ সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর নিযুক্ত হওয়ার নথি ও সেখানে তাঁর ভূমিকা জানতে চান তদন্তকারীরা। তার অনেকটাই এখনো জমা দেননি নুসরত। 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

ED

Nusrat Jahan

Flat Scam


আরও খবর


ছবিতে খবর