img

Follow us on

Friday, Sep 20, 2024

Manab Mukherjee: প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানব মুখোপাধ্যায়

তৎকালীন রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্নেহের পাত্র ছিলেন বলে, সমসাময়িকদের তির্যক মন্তব্যেও বিদ্ধ হতে হয়েছে বার বার।

img

মানব মুখোপাধ্যায়

  2022-11-29 15:21:33

মাধ্যম নিউজ ডেস্ক: অসুস্থ ছিলেন দীর্ঘ দিন ধরেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি ছিলেন। অবশেষে হল না শেষ রক্ষা। প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানব মুখোপাধ্যায় (Manab Mukherjee)। বয়স হয়েছিল ৬৪ বছর। বহুদিন ধরেই নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। মল্লিকবাজারের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। দু’‌বার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল। প্রথমবার হওয়ার পর সুস্থ হয়েছিলেন। তবে রাজনৈতিক জীবন থেকে অব্যহতি নিতে হয়েছিল চিকিৎসকের পরামর্শেই। তাঁর মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পৌঁছন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, কলকাতা জেলার সম্পাদক কল্লোল মজুমদার–সহ অন্যান্যরা।

আরও পড়ুন: আগেই ছিল হাইকোর্টের নির্দেশ, এবার ২০১৪ টেট উত্তীর্ণদের নম্বরের তালিকা প্রকাশ করল পর্ষদ

কী জানিয়েছে হাসপাতাল?

হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনা আক্রান্ত হওয়ার পর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন তিনি (Manab Mukherjee)৷ আজ সকালে বাড়িতে ফের অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাঁকে মল্লিকবাজারের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ জরুরি বিভাগে তাঁর চিকিৎসাও শুরু হয়৷ কিন্তু কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যায় সমস্ত লড়াই। শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ সিপিএমের পক্ষ থেকে জানানো হয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে মানব মুখোপাধ্যায়ের৷

জানা গিয়েছে, সকাল ১১.১০ নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়েছেন (Manab Mukherjee)। ১১.৪৫ নাগাদ হাসপাতালে আনার পথেই প্রয়াত হয়েছেন।  চক্ষুদানের পর পিস ওয়ার্ল্ডে মরদেহ রাখা হবে। আগামীকাল ৩০ নভেম্বর সকাল ১০ টায় বেরিয়ে বেলেঘাটা পূর্বতন জোন অফিস, ১১টায় পার্টি রাজ্য দফতর , ১১.৩০ টায় জেলা দফতর হয়ে বেলা ১২.৩০ টায় মিছিল করে কলকাতা মেডিক্যাল কলেজে দেহদান করা হবে। 

সিপিআইএমের নেতা হিসেবে বরাবরই ছিলেন প্রথম সারিতে। মানব মুখোপাধ্যায় (Manab Mukherjee) সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক ছিলেন। পরবর্তীতে বেলেঘাটা থেকে জিতে রাজ্যের মন্ত্রী হন। বাম আমলে রাজ্যের তথ্যপ্রযুক্তি এবং পর্যটন মন্ত্রী ছিলেন তিনি। যুব সম্প্রদায়ের মধ্যে তাঁর জনপ্রিয়তা ছিল তুঙ্গে। সাংবাদিকদের সঙ্গেও সখ্যতা বজায় রেখেছিলেন বরাবর। ২০১৭ সালে কলকাতা জেলা সিপিআইএমের সম্মেলনে সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে কল্লোল মজুমদারের কাছে হেরে গিয়েছিলেন মানব মুখোপাধ্যায়। 

বিতর্ক পিছু ছাড়েনি

তৎকালীন রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্নেহের পাত্র ছিলেন বলে, সমসাময়িকদের তির্যক মন্তব্যেও বিদ্ধ হতে হয়েছে বার বার। রাজ্যের পর্যটন মন্ত্রী (Manab Mukherjee) থাকার সময়ই তাঁর চশমার দাম খবরের শিরোনাম হয়ে ওঠে। সমালোচিত হন দলের অন্দরেও। মার্ক্সবাদী তত্ত্বে বিশ্বাসী সিপিআইএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর এই প্রাক্তন সদস্যের বিরুদ্ধে দামী চশমা পরার অভিযোগ ছিল।  

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 

 

Tags:

Manab Mukherjee

RIP


আরও খবর


ছবিতে খবর