img

Follow us on

Saturday, Jan 04, 2025

Suvendu Adhikari: বিজেপি ক্ষমতায় এলে দিতে হবে না বিদ্যুৎ বিল, আশ্বাস শুভেন্দুর

Free Electricity: সন্দেশখালিতে শুভেন্দুর ঘোষণা, বিজেপি ক্ষমতায় এলে রাজ্যবাসীকে দিতে হবে না বিদ্যুৎ বিল....

img

শুভেন্দু অধিকারী (ফাইল ছবি)

  2025-01-01 17:32:30

মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপি ক্ষমতায় এলে বিদ্যুতের বিল (Free Electricity) দিতে হবে না। মঙ্গলবার সন্দেশখালির সভা থেকে এমনই প্রতিশ্রুতি দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। একইসঙ্গে বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে একাধিক পরিষেবা দেওয়ারও আশ্বাস দেন তিনি। মঙ্গলবারের সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া প্রতিশ্রুতিকে ভাঁওতা বলে শুভেন্দু বলেন, ‘‘বিজেপি ক্ষমতায় এলে ৩ লক্ষ টাকার আবাসের ঘর তৈরি হবে। সঙ্গে শৌচালয়, আর নলবাহিত পানীয় জল পাবেন। সঙ্গে বাড়িতে লাগিয়ে দেওয়া হবে সৌর বিদ্যুৎ। যার ফলে বিদ্যুতের বিল দিতে হবে না।’’

কেন্দ্রের টাকায় আবাস যোজনার ঘর দিচ্ছে মমতা সরকার, আক্রমণ শুভেন্দুর 

একইসঙ্গে মমতা সরকারকে কটাক্ষ করে শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, ‘‘রাজ্য সরকার কেন্দ্রের কাছ থেকে ধার করে আবাস যোজনার টাকা টাকা দিচ্ছে।’’ তিনি আরও বলেন, ‘‘রাজ্য সরকার কেন্দ্রের কাছে প্রায় ৮ হাজার কোটি টাকা ধার করেছে। সেই টাকায় আবাস যোজনার টাকা মেটাচ্ছেন মুখ্যমন্ত্রী। আগামী বছরে আরও ধার নিয়ে বাকি কিস্তি দেবেন। তার পরে আবার ধার করবেন।’’ শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মতে, ‘‘তৃণমূল সরকারের জমানায় রাজ্যে মাথাপিছু ধারের পরিমাণ পৌঁছেছে ৫৯ হাজার টাকায়।’’

সন্দেশখালিতে গীতা বিতরণ করবেন বলে জানিয়েছেন শুভেন্দু

বিরোধী দলনেতা মঙ্গলবার আরও বলেন, ‘‘সন্দেশখালিতে (Sandeshkhali) আমার ভাড়া বাড়ি আছে। সেখানে আমি মাঝে মাঝে আসব। দলের সভা করতে নয়, গীতা বিতরণ করা হবে। জানুয়ারি মাস থেকে শুরু করব। সোশ্যাল মিডিয়ায় তারিখ জানিয়ে দবে। গীতা পড়ার অভ্যাস করতে হবে।’’ বিরোধী দলনেতার (Suvendu Adhikari) বক্তব্য, ‘‘এত লুটপাট, চুরির পরেও বিজেপির ভোট এই রাজ্যে ৩৯ শতাংশ হয়েছে। আর মাত্র ৫ শতাংশ হিন্দু ভোট প্রয়োজন। নিরাপদবাবু মাঝে মাঝে লাল ঝান্ডা নিয়ে ঘোরেন। এরা হিন্দু ভোট কাটে তৃণমূলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য। একটা মুসলিম ভোটও কাটে না।’’

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

Suvendu Adhikari

bangla news

Bengali news

free electricity


আরও খবর


ছবিতে খবর