উল্টোডাঙার এক আবাসন থেকে অন্তত দেড় কোটি টাকা উদ্ধার করল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট
প্রতীকী ছবি।
মাধ্যম নিউজ ডেস্ক: সামনেই দিওয়ালি। তার আগে আবার শহর কলকাতায় উদ্ধার কোটি কোটি টাকা। বুধবার সারা রাত তল্লাশি চালিয়ে উল্টোডাঙার এক আবাসন থেকে অন্তত দেড় কোটি টাকা উদ্ধার করল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। ইডি সূত্রে খবর, ওই ফ্ল্যাটটি উমেশ আগরওয়ালের। তিনি একজন ব্যবসায়ী। তিনি গার্ডেনরিচে ব্যবসায়ী আমির খানের ঘনিষ্ঠ বলে জানা গেছে। উমেশের ছেলের রমেশ আগরওয়ালের সঙ্গে অনলাইন গেমিং অ্যাপ প্রতারণা কাণ্ডে ধৃত আমির খানের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ। ঘটনায় উমেশের ছেলের রমেশ আগরওয়ালকে আটক করেছে ইডি (ED)।
আরও পড়ুন: অস্বস্তিতে রাজ্য সরকার! মোমিনপুর-কাণ্ডের সমস্ত নথি কলকাতা পুলিশের থেকে চাইল এনআইএ
গোপন সূত্রে খবর পেয়ে বুধবার সকালেই উল্টোডাঙার ওই বাড়িতে হাজির হয়েছিল ইডি। উমেশের ছেলে রমেশের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলে ইডি। চলে জিজ্ঞাসাবাদপর্ব। তাঁর কথায় নানা অসঙ্গতি ধরা পড়ায় ইডি কর্তারা তাকে হেফাজতে নেয়। এদিকে ইডি সূত্রে জানা গিয়েছে, বহু গুরুত্বপূর্ণ নথি গতকাল বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। এর থেকে তদন্তে গতি আসবে বলে মনে করা হচ্ছে। এর আগে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে গার্ডেনরিচের ব্যবসায়ী অনলাইন গেমিং অ্যাপের মালিক আমির খানের বাড়ি থেকে নগদ ১৮ কোটি টাকা উদ্ধার করেছিল ইডি৷ পরে ২৩ সেপ্টেম্বর গাজিয়াবাদ থেকে তাকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ।
আরও পড়ুন: গরু পাচার মামলায় কেরিম খানকে জেরা সিবিআইয়ের, হানা অনুব্রতর দিদির বাড়িতেও
গেমিং অ্যাপ কাণ্ডে এখনও পর্যন্ত ৩৬ কোটি ৯৬ লাখ টাকা উদ্ধার করেছে ইডি। আর্থিক তছরূপ প্রতিরোধ আইনের আওতায়, নগদ প্রায় ১৮ কোটি ছাড়াও ১২ কোটি ৮৩ লক্ষ টাকা মূল্যের বিটকয়েন, আমির ও তার সহযোগীর অ্যাকাউন্টে থাকা ৫ কোটি ৫৯ লাখ টাকাও ফ্রিজ করা হয়েছিল। আমির এখন কলকাতা পুলিশের হেফাজতে। তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।