img

Follow us on

Saturday, Jan 18, 2025

Garia Bombing: পঞ্চায়েত ভোটের আগে ফের বোমাবাজি, গড়িয়া স্টেশন এলাকায় আতঙ্ক

Garia Bombing: সকালেও উদ্ধার করা হয় তাজা বোমা...

img

গড়িয়ায় বোমাবাজি

  2022-11-29 10:15:03

মাধ্যম নিউজ ডেস্ক: ফের বোমাবাজি। সামনেই পঞ্চায়েত নির্বাচন। এমনকি পঞ্চায়েত নির্বাচনের দিনও ঘোষণা করা হয়নি। কিন্তু শুরু হয়ে গিয়েছে বোমাবাজি। একাধিক জায়গা থেকে উদ্ধার করা হচ্ছে অস্ত্র, বোমা। এক বোমাবাজির রেশ কাটতে না কাটতেই এবারে ফের গড়িয়া স্টেশন এলাকায় বোমাবাজির ঘটনা ঘটল (Garia Bombing)। গতকাল রাতে এই বোমাবাজির ঘটনাটি ঘটেছে। ফলে পঞ্চায়েত ভোটের আগে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ঠিক কী ঘটেছে গড়িয়ায়?‌

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত আড়াইটে নাগাদ বোমাবাজির খবর পাওয়া যায় (Garia Bombing)। গড়িয়া স্টেশন এলাকার অন্তর্গত নবপল্লি অঞ্চলে মাঝরাতে বিকট আওয়াজ পান এলাকার মানুষজন। এরপর এদিন সকালে রাস্তায়ও তিনটি তাজা বোমা পড়ে থাকতে দেখে আতঙ্কিত এলাকার মানুষ (Garia Bombing)। ভয়ে-আতঙ্কে দৌড়োদৌড়ি শুরু হয়। এরপর খবর দেওয়া হয় পুলিশে। পরে পুলিশ এসে বোমা উদ্ধার করে ও তিনটি বোমাই নিষ্ক্রিয় করা হয়।

আরও পড়ুন: সাঁইথিয়ার বোমা বিস্ফোরণের তদন্ত এনআইএ করবে কিনা, সিদ্ধান্ত নেবে কেন্দ্র, জানাল হাইকোর্ট

স্থানীয়রা জানিয়েছেন, শিশু উদ্যান ও প্রাথমিক স্কুলের পাশে একের পর এক বোমা ছোঁড়ে দুষ্কৃতিরা (Garia Bombing)। বোমা যেখানে পড়েছিল তার ৩ কিলোমিটারের মধ্যে খেয়াদা ২ নং গ্রাম পঞ্চায়েত। খেয়াদার শান্তি পার্ক এলাকাতেই শিশুদের উপর বোমা ছুঁড়েছিল দুষ্কৃতীরা। ফের বোমা উদ্ধার হওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। 

বোমাবাজির ঘটনা রাজ্যে প্রথম নয় (Garia Bombing)। এর আগেও বহু জায়গায় বোমাবাজির ঘটনা ঘটেছে। উদ্ধার করা হয়েছে তাজা বোমা। আর নির্বাচন সামনে থাকলেই শুরু হয় অস্ত্র উদ্ধার থেকে বোমাবাজির ঘটনা। ফলে এবারও এর অন্যথা কিছু হয়নি। তাই পঞ্চায়েত ভোটের আগেই রাজ্যের বিভিন্ন জায়গায় বোমাবাজির ঘটনা উদ্বেগ বাড়িয়েছে।

আরও পড়ুন: 'ডার্টি বম্ব' প্রসঙ্গে ভারতের সঙ্গে কথা রাশিয়ার, গণতান্ত্রিক উপায়ে সমাধানের পরামর্শ রাজনাথের

আগের বোমাবাজির ঘটনা

গত অক্টোবর মাসেও উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়ায়, বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে এক শিশুর মৃত্যু হয়। বিস্ফোরণে হাত উড়ে যায় আরও এক শিশুর। সেই ঘটনার তিন দিন পরেই নরেন্দ্রপুর থানার দাসপাড়া এলাকাতেও বোমাবাজি হয়। দুপুরে মাঠে খেলতে গিয়ে দুষ্কৃতীদের ছোঁড়া বোমায় গুরুতর ভাবে আহত হয় পাঁচ জন। পঞ্চায়েত নির্বাচনের আগে বোমা উদ্ধারের ঘটনায় পারদ চড়ছে রাজনীতিরও (Garia Bombing)।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Tags:

Panchayat Election

Garia Bombing

Bombing Incident


আরও খবর


ছবিতে খবর