img

Follow us on

Sunday, Jan 19, 2025

Gopal Dalapati: ‘‘এরপর যে নাম সামনে আসবে তাতে বিস্ফোরণ হবে’’! দাবি গোপাল দলপতির

অর্পিতা মুখোপাধ্যায়ের পর আরও এক রহস্যময়ীর নাম উঠে এসেছে দুর্নীতি কাণ্ডে।

img

হৈমন্তী গঙ্গোপাধ্যায়

  2023-03-01 18:11:08

মাধ্যম নিউজ ডেস্ক: স্নায়ুরোগে ভুগছেন হৈমন্তী গঙ্গোপাধ্যায়। চলছে চিকিৎসা। এমনটাই জানালেন স্বামী গোপাল দলপতি (Gopal Dalapati)। তাড়াতাড়ি সামনে আসবেন তিনি। নিশ্চিত করেছেন গোপাল। 

অর্পিতা মুখোপাধ্যায়ের পর আরও এক রহস্যময়ীর নাম উঠে এসেছে দুর্নীতি কাণ্ডে। ঘটনাচক্রে তিনিও উঠতি অভিনেত্রী। এখন তাঁকে নিয়েই উত্তাল রাজ্য। তবে এখনও সামনে আসেননি এই 'রহস্যময়ী'। 

এখনও তিনি অধরা। কখনও কুন্তল ঘোষ, কখনও বা গোপাল, হৈমন্তীকে (Gopal Dalapati) নিয়ে নানা তথ্য দিচ্ছেন এই অভিযুক্তরা। কিন্তু হৈমন্তী নিজে কখন সর্বসমক্ষে আসবেন! তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।

হৈমন্তীর মা বুলা গঙ্গোপাধ্যায় নিজের বাড়ির বারান্দায় দাঁড়িয়ে বলেছিলেন, "ও সময় মতো আসবে, দেখাও করবে, কথাও বলবে। আমার মেয়ে অমন মেয়ে নয়। আমার মেয়েকে ফাঁসানো হচ্ছে।" 

এ বার স্ত্রীকে নিয়ে মুখ খুললেন গোপালও। তিনি বলেন, "ও একটু অসুস্থ আছে। বলল, খুব তাড়াতাড়ি মিডিয়ার সামনে আসবে। চিন্তার কোনও কারণ নেই। সমস্ত অপপ্রচারের জবাব দেবে।" 

হৈমন্তীর নাম প্রথম বার সামনে এনেছিলেন, নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল। সংবাদমাধ্যমের সামনে তাঁকে বলতে শোনা যায়, "তাপসদাও জানে, তদন্তে যেটা উঠে এসেছে সেটা হল, হৈমন্তী গাঙ্গুলি।"

গোপাল (Gopal Dalapati) আরও বলেন, "এরপর যে নাম সামনে আসবে, সবাই তা সময়মতো দেখতে পাবে। সেই নাম সামনে এলেই বিস্ফোরণ হবে। কী সেই নাম? দলপতির উত্তর, নাম তো নামই। দুর্নীতিতে নামের আবার ছোট বড় কী আছে। নাম তো নামই।"

সূত্রের দাবি, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্তকারীদের জেরার মুখে, উত্তরবঙ্গের এক প্রভাবশালী রাজনৈতিক নেতার নামও করেন কুন্তল। আর সেই সূত্রেই সামনে এসেছে, গোপালের স্ত্রী হৈমন্তীর নামে নথিভুক্ত মুম্বইয়ের এক সংস্থা সিরোকো পার্টনার্সের নাম।

সিবিআই সূত্রে দাবি, হৈমন্তী কোথায় সেই প্রশ্নের উত্তরে গোপাল, "জানেন না বলে দাবি করেন তিনি। কয়েক বছর আগেই স্ত্রী ছেড়ে চলে গিয়েছেন। তাঁর কোনও ফোন নম্বরও নেই বলে দাবি করেন।"

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

 
 

Tags:

ssc scam

Gopal Dalapati

haimanti ganguly


আরও খবর


ছবিতে খবর