img

Follow us on

Saturday, Jan 18, 2025

Malda: মালদার হাটে বিক্রি হচ্ছে সরকারি ছাপ দেওয়া ত্রিপল, বিক্রি করছেন তৃণমূল নেতার আত্মীয়, শোরগোল

খোলাহাটে বিক্রি হচ্ছে সরকারি ছাপ দেওয়া ত্রিপল, দাম কত জানেন?

img

হাটে সরকারি ছাপ দেওয়া ত্রিপল বিক্রি হচ্ছে (বাঁদিকে), সরকারি ছাপ সহ ত্রিপল (ডানদিকে) (নিজস্ব চিত্র)

  2023-10-29 17:01:46

মাধ্যম নিউজ ডেস্ক: সরকারি ত্রিপল ব্লক প্রশাসন, পঞ্চায়েতের পক্ষ থেকে অসহায় গৃহহীন মানুষকে দেওয়া হয়। কিন্তু, সেই সরকারি ছাপ দেওয়া ত্রিপল খোলা বাজারে বিক্রি হচ্ছে। এটা বিরোধীদের কোনও অভিযোগ নয়। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মালদার (Malda) মানিকচকের ভূতনি হাটে। আর এই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শোরগোল পড়েছে এলাকায়। রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

ঠিক কী অভিযোগ? (Malda)

মালদার (Malda) মানিকচকে ভূতনির চম্পানগর হাটের মধ্যে বিক্রি হচ্ছে সরকারি ত্রাণের ত্রিপল। বিক্রি করছে স্বয়ং তৃণমূল পরিচালিত উত্তর চন্ডিপুর পঞ্চায়েতের উপপ্রধানের পরিবারের এক সদস্য। ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে, উত্তর চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান নাসির শেখের জামাই রেফাল শেখ ভূতনির উত্তর চন্ডিপুর অঞ্চলের চম্পানগর হাটে সরকারি ত্রিপল ৮০০ টাকা জোড়া দামে সাইকেলে করে বিক্রি করছেন। এমনকী হাটের গ্রাহকরা তাঁর কাছে দামদর করে সেই ত্রিপল কিনেও নিচ্ছেন। শাজাহান শেখ নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, আমরা হাটে গিয়ে দেখি, রাজ্য সরকারের সিলমোহর দেওয়া সরকারি ত্রাণের ত্রিপল খোলা হাটে বিক্রি করা হচ্ছে। বিপর্যয় মোকাবিলা দফতরের ছাপ দেওয়া রয়েছে। বিক্রেতাকে এই ত্রিপল কোথায় থেকে এল জিজ্ঞেস করতে তিনি বলেন, তাঁর কাছে আরও অনেক ত্রিপল রয়েছে,লাগলে বলবেন। কিন্তু, কোথায় থেকে ত্রিপল এসেছে তা তিনি বলতে চাননি। এলাকাবাসীদের অভিযোগ, সরকারি ত্রাণের ত্রিপল যেখানে দুঃস্থ ও ভাঙন কবলিতরা পাচ্ছেন না, সেই জায়গায় প্রশাসনের নজর এড়িয়ে খোলা বাজারে কীভাবে বিক্রি হচ্ছে এই ত্রিপল?

তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান কী বললেন?

এই ঘটনা সম্পর্কে উত্তর চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নাসির শেখ বলেন, আমি নিজেও হাটের মধ্যে ওই ত্রিপল বিক্রির সেই ভিডিওটি দেখেছি, কিন্তু কোথা থেকে বা কীভাবে আমার ওই আত্মীয়ের কাছে এই ত্রিপল আসলো বা কোথায় সে বিক্রি করছে তা আমার জানা নেই।

 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Tags:

Madhyom

Malda

bangla news

Bengali news

government printed tripals


আরও খবর


ছবিতে খবর