img

Follow us on

Sunday, Jan 19, 2025

IAS Nandini Chakraborty: ‘অবিশ্বাসের পরিবেশ সৃষ্টি’! নন্দিনী চক্রবর্তীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিলেন রাজ্যপাল

রাজ্যপালের প্রধান সচিব পদে ছিলেন নন্দিনী চক্রবর্তী।

img

রাজ্যপাল-নন্দিনী চক্রবর্তী

  2023-02-16 13:40:29

মাধ্যম নিউজ ডেস্ক: এবার আমলা নন্দিনী চক্রবর্তীকাণ্ডে (IAS Nandini Chakraborty) এল নতুন মোড়। সূত্র মারফৎ জানা গিয়েছে, এবার নন্দিনীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি রাজ্য ও রাজ্যপালের অফিসের মধ্যে অবিশ্বাসের পরিবেশ সৃষ্টি করেছিলেন। আর এই কারণেই এবার তাঁর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিলেন রাজ্যপাল। রাজ্যের মুখ্যসচিব ও অর্থসচিবকে ডেকে নন্দিনীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। মিথ্যে তথ্য দিয়ে সার্ভিস রুল ভাঙার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। আর তার জেরেই এবার তাঁর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তিনি রাজ্যপালের অফিস সম্পর্কে, সেখানকার লেখালেখি সংক্রান্ত বিষয়ে রাজ্যকে বিভ্রান্তিকর তথ্য দিয়েছিলেন। এর জেরে রাজ্য ও রাজ্যপালের মধ্যে কিছুটা সমস্যা তৈরি হয়। আর এতেই তদন্তের নির্দেশ।  

আরও পড়ুন: কড়া নিরাপত্তায় ভোট শুরু ত্রিপুরায়! ২৬১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে

কী জানা গেল? 

সূত্র মারফৎ জানা গিয়েছে, রাজ্যপালের প্রধান সচিব পদে ছিলেন নন্দিনী চক্রবর্তী (IAS Nandini Chakraborty)। তবে সম্প্রতি তাঁকে নিয়ে উত্তাল হয় রাজভবন। ইতিমধ্যেই তাঁকে রাজভবন থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। রবিবারই চিঠি দিয়ে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছিল। শনিবার তাঁর সারাদিন রাজভবনে থাকা নিয়ে অসন্তষ্ট হয়েছিলেন রাজ্যপাল। তখনই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন রাজ্যপাল এমন খবর সামনে এসেছিল। আর এর পরেই সামনে এল তদন্তের এই খবর।  

এই মুহূর্তে রাজ্যের পর্যটন দফতরের প্রধান সচিবের পদে রয়েছেন নন্দিনী চক্রবর্তী (IAS Nandini Chakraborty)। তবে এর আগেও এই দফতর সামলেছেন নন্দিনী। আবারও তিনি সেই একই দায়িত্বে। বুধবার এক  সরকারি নির্দেশিকায় তাঁকে পর্যটন দফতরের প্রধান সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।   
 
রাজ্যের মুখ্যসচিব ও অর্থসচিবকেও তলব করেছেন রাজ্যপাল। প্রসঙ্গত, মঙ্গলবার সন্ধ্যায় রাজ্যপাল সিভি আনন্দ বোস ও রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর মধ্যে দীর্ঘক্ষণ বৈঠক হয়, সেখানে নন্দিনী চক্রবর্তীকে (IAS Nandini Chakraborty) নিয়েও আলোচনা হয় বলে খবর সূত্রের। তারপরই বুধবার তাঁকে সরানোর কথা জানানো হয় রাজভবনের তরফে। 

প্রসঙ্গত, ১৯৯৪ ব্যাচের আইএএস অফিসার নন্দিনী চক্রবর্তী (IAS Nandini Chakraborty)। রাজ্যের একাধিক দফতরের সচিব পদ সামলানোর অভিজ্ঞতা রয়েছে নন্দিনীর। লা গণেশন যখন বাংলার রাজ্যপাল হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন, তখনই রাজভবনের সচিব পদের দায়িত্ব গিয়েছিল তাঁর কাঁধে। এবার যাচ্ছেন পর্যটন দফতরের দায়িত্ব সামলাতে। বর্তমানের ওই দফতরের মন্ত্রী বাবুল সুপ্রিয়।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 

 
 

Tags:

IAS Nandini Chakraborty

Governor CV Anand Bose


আরও খবর


ছবিতে খবর