শুক্রবার সকালে বেলুড় মঠে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস।
বেলুড়ে গেলেন রাজ্যপাল।
মাধ্যম নিউজ ডেস্ক: নববর্ষেই বাঙালি হওয়ার পথে পা রাখছেন রাজ্যপাল! রাজভবন সূত্রে খবর, পয়লা বৈশাখে রাজভবনের এক অনুষ্ঠানে বাংলার ভাষণ দেবেন সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। একইসঙ্গে শনিবার, নববর্ষের দিন থেকে জনসাধারণের জন্য খোলা থাকবে রাজভবন। রাজ্যের সাংবিধানিক প্রধানের বাসভবন ঘুরে দেখতে পারবেন সাধারণ মানুষ।
আজ, শুক্রবার সকালেই বেলুড় মঠে পৌঁছন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। রামকৃষ্ণ মিশন কোচি কেন্দ্রের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বেলুড় মঠের মায়ের ঘাট থেকে নেওয়া গঙ্গাজল পাঠানো হয় কোচিতে। কোচি শাখার পক্ষে এদিন পশ্চিমবঙ্গের রাজ্যপাল তা গ্রহণ করেন। সেখানে পৌঁছন কোচি আশ্রমের অধ্যক্ষ স্বামী ভুবনাত্মানন্দ ও আশ্রমের ট্রাস্টি সদস্যদের কয়েকজন। সেই মঙ্গল কলসটি কোচি আশ্রমের রামকৃষ্ণ মন্দিরের গর্ভগৃহে রক্ষিত হবে। বেলুড় মঠের ১২৫তম প্রতিষ্ঠা দিবসে সমাবর্তন অনুষ্ঠানেও রাজ্যপাল সিভি আনন্দ বোস রামকৃষ্ণ মিশন বলরাম মন্দিরে উপস্থিত থাকতে পারেন বলে মঠ সূত্রে খবর।
কেরলের কোট্টায়ামে জন্ম বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Ananda Bose)। তাই কোচি ও কলকাতার সঙ্গে আত্মিক যোগ রয়েছে তাঁর। পশ্চিমবঙ্গের রাজ্যপাল হওয়ার পর একাধিকবার বাংলা শেখার আগ্রহ প্রকাশ করেছিলেন সিভি আনন্দ বোস। তাঁর মতে, 'যেখানেই কাজ করি না কেন, স্থানীয় ভাষা শেখা জরুরি। তাতে সাধারণ মানুষের উপকার হয়'। সরস্বতী পুজোর দিনে হাতেখড়ি অনুষ্ঠান হয় রাজভবনে। শুধু তাই নয়, সরকারি স্কুলের এক শিক্ষক এখন তাঁকে নিয়মিত বাংলা শেখাচ্ছেন বলে খবর। এবার ইংরেজি ছেড়ে বাংলায় ভাষণও দেবেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল! শনিবার বাংলা নববর্ষ। সেদিন বাঙালি সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে একটি অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে রাজভবনে। সেই অনুষ্ঠানে বাংলার ভাষণ দেবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
আরও পড়ুুন: ‘ডিএ দিতে পারছেন না, ৪৪০ কোটির অডিটোরিয়াম করছেন’! মমতাকে নিশানা দিলীপের
সম্প্রতি রাজ্যপাল (CV Ananda Bose) জানিয়েছেন, ‘আমরা জনরাজভবন প্রোগ্রাম চালু করছি। রাজভবনকে সাধারণ মানুষের সঙ্গে যুক্ত করতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। নববর্ষের দিন থেকেই হেরিটেজ ওয়াক চালু করছি আমরা।’ এদিন থেকে রাজভবনের বিভিন্ন ঘর ঘুরে দেখতে পারবেন সাধারণ মানুষ। রাজভবনের মধ্যেকার সুইমিং পুল, ঝুলন্ত সেতু, গ্রন্থাগার, বাগান ইত্যাদি দেখা যাবে। তবে রাজভবনের কয়েকটি জায়গা এই তালিকা থেকে বাদ রাখা হয়েছে। সূত্রের খবর, নিরাপত্তার কারণেই কয়েকটি জায়গা সাধারণ মানুষকে ঢুকতে দেওয়া হবে না।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।