img

Follow us on

Saturday, Jan 18, 2025

Halisahar: টেস্টে অকৃতকার্য! স্কুলে মোবাইল জমা দিলেই মিলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসার সুযোগ

HS Students: উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের মোবাইল জমা নিচ্ছে হালিশহর স্কুল, তালিকায় কারা আছে জানেন?

img

হালিশহর হাইস্কুলে (সংগৃহীত ছবি)

  2024-12-07 11:44:02

মাধ্যম নিউজ ডেস্ক: মোবাইল জমা নিয়ে উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের ফর্ম ফিলাপের অনুমতি দিচ্ছে স্কুল কর্তৃপক্ষ। পরীক্ষায় পড়ুয়ারা যাতে ঠিক মতো প্রস্তুতি নিতে পারেন, তাই এরকম অভিনব উদ্যোগ নিয়েছে হালিশহর (Halisahar) হাইস্কুল কর্তৃপক্ষ। তবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সকলের জন্য এই নির্দেশ রয়েছে, এমন নয়। যে সকল পড়ুয়ারা টেস্ট পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে ফেল করেছে, তাদের জন্যই স্কুল কর্তৃপক্ষ এই কড়া নির্দেশিকা জারি করেছে।

কেন এই উদ্যোগ? (Halisahar)

এমনিতে রাজ্য সরকারের পক্ষ থেকে ফোন বা ট্যাব কেনার জন্য ১০ হাজার টাকা করে দেওয়া হয়। অনেকে আবার বাবা-মা নিজের সন্তানকে ফোন কিনে দেন। ফলে, পড়ুয়াদের হাতে হাতে ঘোরে মোবাইল। পড়াশুনা শিকেয় তুলে দিয়ে মোবাইলে বুঁদ হয়ে থাকে বহু পড়ুয়া। ফলে, পরীক্ষার প্রস্তুতি অনেকের ঠিক মতো হয়নি। তাই, কিছুদিন আগে হওয়া টেস্ট পরীক্ষার ফেল বের হতেই মাথায় হাত হালিশহর হাইস্কুল কর্তৃপক্ষের। জানা গিয়েছে, এই স্কুল থেকে (Halisahar) এবার ১৮০ জন পড়ুয়া উচ্চ মাধ্যমিক পররীক্ষা দিচ্ছেন। এবার টেস্ট পরীক্ষায় দেখা যায়, ৪৫ জন পড়ুয়া এক বা একাধিক বিষয়ে ফেল করেছে। এই পড়ুয়াদের জন্য স্কুল কর্তৃপক্ষ নতুন ফতোয়া জারি করেছে। আর অভিভাবকরা অভিযোগ করেছেন, ওই ছাত্রছাত্রীরা দিনের অধিকাংশ সময় মোবাইল নিয়ে সময় কাটান। তাই, স্কুলের এই উদ্যোগকে সকলেই প্রশংসা জানিয়েছেন।

আরও পড়ুন: বাংলাদেশে আক্রান্ত সংখ্যালঘুরা, হিন্দুদের জেগে ওঠার ডাক দিলেন শুভেন্দু

স্কুলের প্রধান শিক্ষক কী বললেন?

স্কুলের (Halisahar) প্রধান শিক্ষক মনোতোষ মুখোপাধ্যায় বলেন, ‘‘প্রথমে টেস্টে এক বা একাধিক বিষয়ে ফেল করা পড়ুয়াদের (HS Students) উচ্চ মাধ্যমিকে বসতে দেওয়ার অনুমতি দেব না ভেবেছিলাম। কিন্তু, পরে, অভিভাবকদের সঙ্গে কথা বলে মোবাইল ফোনের জন্য এই অবস্থা তা জানতে পারলাম। তাই, ৪৫ জনকে ফোন জমা দেওয়ার নির্দেশ দিয়েছি। ২০টি মোবাইল জমা হয়ে গিয়েছে। আশা করি, বাকি সবই জমা হয়ে যাবে। শুক্রবারের মধ্যে ওই ছাত্রদের মোবাইল ফোন জমা দিয়ে যেতে হবে। ফোন ছেড়ে দেওয়ার পর এই কয়েক মাসে ভালো প্রস্তুতি নিলে সকলেই পাশ করবে আমার বিশ্বাস। পড়়ুয়াদের স্বার্থে আমি এই সিদ্ধান্ত নিয়েছি।’’

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

West Bengal

bangla news

Bengali news

halisahar

HS Students


আরও খবর


ছবিতে খবর