img

Follow us on

Sunday, Jan 19, 2025

Hanskhali Rape Compensation: কাজ হল হাইকোর্টের ভর্ৎসনায়, হাঁসখালিকাণ্ডে মিলল ক্ষতিপূরণ

হাঁসখালির ওই পরিবারকে ৫ লক্ষ টাকা দিয়েছে তারা...

img

ফাইল ছবি।

  2022-12-20 16:53:59

মাধ্যম নিউজ ডেস্ক: কাজ হল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ভর্ৎসনায়। নদিয়ার হাঁসখালিকাণ্ডে (Hanskhali Rape Compensation) নির্যাতিতার পরিবারের হাতে তুলে দেওয়া হল ৫ লক্ষ টাকা। মঙ্গলবার আদালতকে এ কথা জানিয়েছে লিগ্যাল সার্ভিসেস অথরিটি। এদিন হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে তারা জানিয়েছে, সোমবারই ক্ষতিপূরণ বাবদ হাঁসখালির ওই পরিবারকে ৫ লক্ষ টাকা দিয়েছে তারা। প্রসঙ্গত, ক্ষতিপূরণের টাকা না দেওয়ায় সোমবার লিগ্যাল সার্ভিসেস অথরিটিকে ভর্ৎসনা করেছিল কলকাতা হাইকোর্ট। তার চব্বিশ ঘণ্টার মধ্যেই মিলল ক্ষতিপূরণ।

হাঁসখালি...

হাঁসখালিতে এক তরুণীকে ধর্ষণ করে খুনের মামলায় পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণের (Hanskhali Rape Compensation) নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। কিন্তু ক্ষতিপূরণ দেওয়া নিয়ে টালবাহানা করায় বিরক্ত হন প্রধান বিচারপতি। নির্দেশ দেওয়ার পরেও কেন নূন্যতম ক্ষতিপূরণ দেওয়া হয়নি, তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি। মামলা পিছিয়ে দিতে সময় নেওয়ায় লিগ্যাল সার্ভিসেস অথরিটির ভূমিকায় বিরক্তি প্রকাশ করেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এদিন প্রধান বিচারপতি লিল্যাল সার্ভিসেস অথরিটির আইনজীবীকে বলেন, লিগ্যাল সার্ভিস অথরিটিকে আরও দায়িত্বশীল হতে হবে। কিছু অস্পষ্ট শব্দ বলে ব্যাপারটা আড়াল করার চেষ্টা হচ্ছে। তিনি বলেন, আপনাদের জন্য কত মানুষ ভুগছে। এত গুরুত্বপূর্ণ মামলায় কেন আপনারা ইনস্ট্রাকশন না নিয়ে আসেন? দায়সারাভাবে কাজ হয় না। তাঁর প্রশ্ন, যেখানে নির্দিষ্ট স্কিম রয়েছে, সেখানে আবার আলাদা ইনস্ট্রাকশনের দরকার কী আছে?

আরও পড়ুন: ‘সমলিঙ্গে বিয়ে সামাজিক বন্ধন ছিন্ন করবে’, সুশীল মোদি

প্রসঙ্গত, হাঁসখালিতে তরুণীকে ধর্ষণ করে খুনের অভিযোগে মৃতের পরিবারকে এখনও পর্যন্ত নির্দিষ্ট প্রকল্পের আওতায় ক্ষতিপূরণ (Hanskhali Rape Compensation) দেয়নি রাজ্য সরকার। এই ইস্যুতে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। অথচ ন্যূনতম ক্ষতিপূরণ দেওয়া দূরে থাক, শুনানির দিন দীর্ঘায়িত করার আবেদন করে লিগ্যাল সার্ভিসেস অথরিটি। তাই বিরক্তি প্রকাশ করেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এদিকে, অন্য একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে, যেখানে এক কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছিল। সেই মামলার শুনানি হবে নতুন বছরের ৩০ জানুয়ারি।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter 

Tags:

Calcutta High court

Bengali news

Hanskhali Rape Compensation


আরও খবর


ছবিতে খবর