২০২১ সালের অগাস্ট মাসে কলকাতা বিশ্ববিদ্যালয়সহ একাধিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করেছিল রাজ্য সরকার।
কলকাতা হাইকোর্ট
মাধ্যম নিউজ ডেস্ক: কলকাতা বিশ্ববিদ্যালয়ের (University of Calcutta) উপাচার্য পদে সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে (Sonali Chakraborty) ফের নিয়োগ করার বিষয়ে রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল, তা খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta Highcourt)। এই সিদ্ধান্ত রাজ্য একা নিতে পারে না, এই কারণ দেখিয়ে বাতিল করা হয়েছে পুনর্নিয়োগ। ২০২১ সালের ২৭ অগাস্ট ।
২০২১ সালের অগাস্ট মাসে কলকাতা বিশ্ববিদ্যালয়সহ একাধিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করেছিল রাজ্য সরকার। সেই সময়ই কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে সোনালিকে পুনর্নিয়োগ করা হয়েছিল। কিন্তু, তৎকালীন রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীপ ধনখড় সেই নিয়োগে অনুমতি দেননি। রাজভবনের সিলমোহর ছাড়াই বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ করেছিল রাজ্য সরকার।
আরও পড়ুন: যেখানে ইউনিফর্ম রয়েছে, পড়ুয়ারা কি ইচ্ছেমতো পোশাক পরতে পারে? প্রশ্ন সুপ্রিম কোর্টের
রাজ্য সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। পিটিশনে দাবি করা হয়, নিয়োগ বেআইনি। রাজভবনকে এড়িয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করার মানে সরাসরি সাংবিধানিক পদকে অস্বীকার করা। মামলাকারীর পিটিশনে আরও উল্লেখ করেন, একটা গনতান্ত্রিক দেশের রাজ্য সরকার যদি সাংবিধানিক পদকে উপেক্ষা করে শিক্ষা প্রতিষ্ঠানের মাথায় পছন্দের লোক বসায় তাহলে তা দেশের জন্যে অত্যন্ত ভয়ঙ্কর বিষয়।
দীর্ঘ শুনানির পর মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়ের নিয়োগকে খারিজ করে দেয়। আদালত স্পষ্ট করেই বলেছে, এইভাবে বিশ্ববিদ্যালয়ের মাথায় পছন্দের লোক বসানো যায় না।
আরও পড়ুন: কেন দুর্গোৎসব কমিটিগুলোকে দেওয়া হচ্ছে অনুদান? রাজ্যের ব্যাখ্যা তলব হাইকোর্টের
প্রসঙ্গত, এই উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপাল তথা আচার্যের সঙ্গে মতবিরোধ হওয়ার পরেই রাজ্য সরকার নতুন বিল আনে, রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের আচার্য হবেন মুখ্যমন্ত্রী। সেই বিল বিধানসভায় পাশ হয়ে এখন রাজভবনে পড়ে রয়েছে। আর এর মাঝেই কলকাতা হাইকোর্ট নির্দেশ দিল, সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে উপাচার্য পদে পুনর্বহাল করা যাবে না।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।