Holidays: নভেম্বর মাসে ব্যাঙ্ক ও রাজ্যের ছুটির তালিকা জেনে নিন....
রাজ্যের সরকারি অফিসগুলির ছুটির তালিকা প্রকাশিত হল (প্রতীকী ছবি)
মাধ্যম নিউজ ডেস্ক: কালীপুজোর জন্য গতকাল বৃহস্পতিবার, ৩১ অক্টোবর কলকাতায় ব্যাঙ্ক বন্ধ ছিল (Holidays In November)। তবে আজ, ১ নভেম্বর কলকাতা সহ রাজ্যের ব্যাঙ্কগুলি খোলা থাকবে বলেই জানা যাচ্ছে। আরবিআইয়ের তরফ থেকে যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে- আজ শুক্রবার কলকাতা সহ পশ্চিমবঙ্গে ব্যাঙ্ক বন্ধ নয়। রাজধানী দিল্লিতেও আজ খোলা থাকছে ব্যাঙ্ক তবে অন্য বাঙলাভাষী রাজ্য আগরতলা সহ ত্রিপুরায় আজ দীপাবলি উপলক্ষে ব্যাঙ্ক বন্ধই (Holidays In November) থাকছে। এছাড়া বেলাপুর, বেঙ্গালুরু, ভোপাল, দেরাদুন, গ্যাংটক, গুয়াহাটি, ইম্ফল, জম্মু, কানপুর, লখনউ, মুম্বই, নাগপুর, রায়পুর, শিলং, শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে আজ। এছাড়া ৩ নভেম্বর রবিবারের কারণে অবশ্য ব্যাঙ্ক বন্ধ থাকবে দেশজুড়ে। তবে ২ নভেম্বর দীপাবলির কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে আহমেদাবাদ, বেলাপুর, বেঙ্গালুরু, দেরাদূন, গ্যাংটক, জয়পুর, কাপুর, লখনউ, মুম্বই, নাগপুরে।
এরপরে ৯ নভেম্বর মাসের দ্বিতীয় শনিবার, নিয়মমতো সেই উপলক্ষে বন্ধ থাকবে ব্যাঙ্ক। ১০ নভেম্বর রবিবারও সাপ্তাহিক ছুটি। ১২ নভেম্বর এগাস-বাগওয়াল উপলক্ষে দেশের মধ্যে শুধুমাত্র উত্তরাখণ্ডে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১৫ নভেম্বর গুরু নানক জয়ন্তী, সেদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে দেশে। এরপর ১৭ নভেম্বর রবিবার সাপ্তাহিক ছুটি বলে বন্ধ থাকবে ব্যাঙ্ক। ১৮ নভেম্বর কনকদাস জয়ন্তী উপলক্ষে দেশের মধ্যে কর্নাটকে বন্ধ (Holidays) ব্যাঙ্ক। ২৩ নভেম্বর মাসের চতুর্থ শনিবারে দেশজুড়ে বন্ধ থাকবে ব্যাঙ্ক। এরপর নভেম্বরের শেষ ব্যাঙ্ক ছুটি থাকবে রবিবার ২৪ নভেম্বর।
নভেম্বর মাস ৩০ দিনের, তার মধ্যে ১৪ দিনই ছুটি পাচ্ছেন রাজ্য সরকারের কর্মচারীরা। রাজ্য সরকারের প্রকাশিত ছুটির (Holidays In November) ক্যালেন্ডার অনুযায়ী দেখা যাচ্ছে, কালী পুজোর পরের দিন আজ ১ নভেম্বর শুক্রবারও ছুটি থাকছে। এরপরে শনি ও রবি সরকারি ছুটি। কিন্তু রবিবার ভাইফোঁটার পরের দিন সোমবারও অতিরিক্ত ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। এরপর ৭ নভেম্বর ছটপুজোর ছুটি। সে দিনটা বৃহস্পতিবার। তারপর শুক্রবার ছটের ছুটি, ফের শনি ও রবিবার। ফলে ৭ থেকে ১০ নভেম্বর টানা চার দিনের ছুটি পাবেন রাজ্যের কর্মচারীরা। এরপর, ১৫ নভেম্বর গুরু নানকের জন্মদিন। সেটাও আবার শুক্রবার। তারপর শনি, রবি মিলিয়ে তিন দিনের টানা ছুটি। এরপর ২৩ ও ২৪ তারিখ শনি, রবিবার।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।