img

Follow us on

Wednesday, Dec 18, 2024

Kolkata Schoolgirls Scare: স্কুলের বাইরে একা দেখলেই ছোট্ট মেয়েদের মডেল হওয়ার প্রলোভন! কে এই বোরখা পরিহিত মহিলা?

পাঁচ থেকে আট বছরের শিশুকন্যাদের টার্গেট করেছে তারা।  কোনও ছাত্রীকে একা পেলেই চলছে কথোপকথন। প্রলোভন দেখানোর পালা। যদি কেউ ফাঁদে পা দেয়!

img

প্রতীকী ছবি।

  2022-09-03 17:09:28

মাধ্যম নিউজ ডেস্ক: আপনার মেয়ে কি একা স্কুলে যায়? স্কুলের বাইরে গাড়ির জন্য একা দাঁড়িয়ে থাকে আপনার শিশুকন্যা? তাহলে সতর্ক হোন। কলকাতার বুকে নতুন একদল বোরখা পরিহিতার খোঁজ মিলল। যারা স্কুলের সামনে ছাত্রীদের একা দাঁড়িয়ে থাকতে দেখলেই মডেল হওয়ার প্রলোভন দেখাচ্ছে। 

দক্ষিণ কলকাতার পার্ক সার্কাস এলাকায় অবস্থিত মেয়েদের একটি নামী বেসরকারি স্কুলের সামনে শুক্রবার এই ধরনের ঘটনা ঘটে। ওই স্কুলের তৃতীয় শ্রেণির এক ছাত্রীর মা জানান, তাঁর দুই মেয়ে ওই স্কুলে পড়েন। বড় মেয়ে দ্বাদশ শ্রেণির ছাত্রী। দুই মেয়ে একসঙ্গে গাড়িতে করে বাড়ি ফেরে। দুজনের ছুটির সময় একটু আলাদা। ছোট মেয়ের আগে ছুটি হয়। বড় মেয়ের পরে। বড় মেয়ের জন্য ছোট মেয়ে একাই স্কুলের সামনে একটু অপেক্ষা করতে হয়। তবে স্কুল চত্বরে তখন লোক থাকে তাই তাঁরা এতদিন কিছু ভাবেননি।

তবে, শুক্রবার তাঁর ছোট মেয়ে বাড়ি গিয়ে জানায়, সে যখন একা স্কুলের বাইরে দাঁড়িয়েছিল তখন এক বোরখা পরা দিদি এসে জিজ্ঞেস করে সে কী হতে চায়? মডেল হতে চায় কিনা জানতে চায়। তার দিদি চলে এলে মেয়েটি তাকেও জিজ্ঞাসা করে সে কী হতে চায়? ওরা দুই বোন আগ্রহ না দেখানোয় সে চলে যায়। এই কথা শুনে চমকে ওঠে ওই ছাত্রীর মা। স্কুলের অন্য ছাত্রীদের অভিভাবকের সঙ্গে কথা বলেন তিনি। জানা যায়, গত কয়েকদিন ধরেই এরকম একজন নয়, তিন-চারজন মহিলা ঘুরে বেড়াচ্ছে স্কুলের সামনে। বড় নয়, বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের, বিশেষ করে পাঁচ থেকে আট বছরের শিশুকন্যাদের টার্গেট করেছে তারা।  কোনও ছাত্রীকে একা পেলেই চলছে কথোপকথন। প্রলোভন দেখানোর পালা। যদি কেউ ফাঁদে পা দেয়!

আরও পড়ুন: বিজেপি নেত্রী সোনালি ফোগাট খুনে নয়া মোড়, এ কী বললেন তাঁর সহকারী?

এরপরই ওই অভিভাবিকা চিঠি দিয়ে গোটা ঘটনা স্কুল কর্তৃপক্ষকে জানান। ই-মেল পাঠানো হয় স্কুলের প্রিন্সিপালের কাছে। স্কুলের সামনে নিরাপত্তা জোরদার করার আহ্বান জানানো হয়। ছাত্রীদের সুরক্ষার কথা ভেবে তৎক্ষণাৎ পদক্ষেপ নেয় স্কুল। প্রিন্সিপাল জানান, বিষয়টি পুলিশকে জানোনো হয়েছে। অভিভাবকদেরও সতর্ক থাকতে বলা হচ্ছে। সব অভিভাবকদের মধ্যে বিষয়টি ছড়ানোর কথা বলা হয়েছে। এই ঘটনার পরে আতঙ্কিত অভিভাবকেরা। বহু শিশুই একা স্কুল থেকে আসা-যাওয়া করে। এই পরিস্থিতে যে কোনও কিছু হতে পারে। প্রশ্ন উঠছে এই চক্র নিয়েও। এটা কী তাহলে কোনও নতুন প্রতারণা চক্র? যারা শিশুদের অপহরণ করে পাচার করার কথা ভাবছে? মডেল হওয়ার প্রলোভন দেখিয়ে চলছে পাচার-চক্র? 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

Tags:

Horrendous incident in Kolkata

Females wearing burqas are influencing girls near school

target small girls


আরও খবর


ছবিতে খবর