img

Follow us on

Saturday, Jan 18, 2025

North Dinajpur: ‘‘জ্বালিয়ে দেওয়া হচ্ছে বাড়ি-ঘর”! প্রাণভয়ে ভারতে দুই বাংলাদেশি বৃদ্ধা

Bangladeshis: হিন্দুদের ওপর চলছে নির্যাতন, কী বললেন সীমান্তে ধৃত দুই বাংলাদেশি?...

img

সীমান্তে আটক হওয়া বাংলাদেশি বৃদ্ধা (সংগৃহীত ছবি)

  2024-12-13 19:15:23

মাধ্যম নিউজ ডেস্ক: অশান্ত বাংলাদেশ। মৌলবাদীদের লাগাম ছাড়া অত্যাচার চলছে। কয়েকদিন আগে চোপড়ায় বাংলাদেশি নাবালিকার প্রাণভয়ে ভারতে অনুপ্রবেশের ঘটনা মনে আছে? সেই ঘটনার রেশ মিটতে না মিটতেই এবার উত্তর দিনাজপুরের (North Dinajpur) কালিয়াগঞ্জে ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের দায়ে বিএসএফের হাতে আটক হলেন দুই বৃদ্ধা। লাগাতার প্রাণনাশের হুমকি ও অত্যাচারের ভয়ে তাঁরা ভারতে এসেছে বলে দাবি করেছেন। সীমান্তে বিএসএফ আটক করার পর তাঁদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

জ্বালিয়ে দেওয়া হচ্ছে বাড়ি-ঘর, মেয়েদের তুলে নিয়ে যাচ্ছে! (North Dinajpur)

পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই বৃদ্ধার নাম আধো বর্মন (৮০) ও কাঞ্জু বালা (৭৪)। আধো বর্মনের বাড়ি বাংলাদেশের পীরগঞ্জ এলাকায়। আর কাঞ্জু বালার বাড়ি বাংলাদেশের দিনাজপুর এলাকায়। তাঁদের রাধিকাপুর ভারত-বাংলাদেশ সীমান্তে আটক করে কালিয়াগঞ্জ থানার (North Dinajpur) পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। পরে,তাঁদের রায়গঞ্জ জেলা আদালতে তোলা হলে বিচারক তাঁদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়।

আরও জানা গিয়েছে, বাংলাদেশে বেশ কিছুদিন ধরেই লাগাতার হুমকির মুখে পড়তে হচ্ছিল তাঁদের। তাঁরা বলেন, "ওই এলাকায় অনেক সংখ্যালঘু মানুষের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। বাড়ির মেয়েদের তুলে নিয়ে যাচ্ছে, বাড়িঘর লুটপাট ও গবাদি পশুও নিয়ে চলে যাওয়া হচ্ছে। এলাকায় আগুন লাগিয়ে দিচ্ছে। এলাকায় মিছিল করে প্রাণনাশের হুমকি দিচ্ছে। আর ওদেশে ফিরব না। চরম আতঙ্কে প্রাণ হাতে নিয়ে এদেশে চলে এসেছি। এখানে আমাদের সন্তানরা রয়েছে।" আদো বর্মনের ছেলে  সুরেন্দ্র বর্মন জানিয়েছেন, "আমার মা খুব আতঙ্কে ছিলেন। ওখানে থাকার মতো পরিস্থিতি নেই। ওপারে সব ঠিক কবে হবে জানি না। তাই মা সব ছেড়ে আমার কাছে চলে আসার সিদ্ধান্ত নিয়েছে।" অপর ধৃত বৃদ্ধা কাঞ্জু বালা বলেন, "ওখানে খুব অত্যাচার চলছে। বাড়ি ঘর ভেঙে দিয়েছে। থাকার জায়গা নেই। তাই এদেশে চলে এসেছি। এখানে মেয়ের বাড়ি।"  এই ঘটনায় সরকারি আইনজীবী নীলাদ্রী সরকার বলেন, "অনুপ্রবেশের দায়ে দুই বৃদ্ধাকে আটক করা হয়।"

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

North Dinajpur

West Bengal

bangla news

Bengali news

bangladeshi


আরও খবর


ছবিতে খবর