img

Follow us on

Friday, Nov 22, 2024

ED: গরু ও কয়লা পাচার কাণ্ডে দিল্লিতে ইডি দফতরে হাজিরা দিলেন সিউড়ির আইসি মহম্মদ আলি

এদিন সকাল সাড়ে দশটার কিছু আগেই ইডি দফতরে পৌঁছান সিউড়ির আইসি

img

সিউড়ির আইসি মহম্মদ আলি

  2023-03-26 17:04:14

মাধ্যম নিউজ ডেস্ক: তদন্তকারী সংস্থা ইডির (ED) দাবি, গরু ও কয়লা পাচারে অনুব্রত মণ্ডল, সায়গল হোসেন এবং অন্যান্য পুলিশ অফিসারদের মধ্যে সেতুবন্ধনের কাজ করতেন সিউড়ির আইসি মহম্মদ আলি। সেই মতো আইসিকে শনিবার দিল্লিতে তলব করে ইডি (ED)। এদিন ইডি দফতরে হাজিরা দিলেন মহম্মদ আলি। ইডির (ED) আরও অভিযোগ যে অনুব্রত মণ্ডলের মামলার যাবতীয় খরচ আইসি নিজে জুগিয়েছেন।

সময়ের আগেই ইডি (ED) দফতরে সিউড়ির আইসি

সূত্রের খবর, মূলত আইসির ব্যাঙ্কের লেনদেন খতিয়ে দেখতেই তাঁকে এদিন তলব করা হয়েছিল।  সেই কারণেই তাঁর ব্যাঙ্ক স্টেটমেন্ট, আয়করের নথি ও সম্পত্তি সংক্রান্ত নথি নিয়ে আজ দিল্লিতে হাজিরা দিতে বলা হয়।  সকাল সাড়ে ১০টার কিছু আগেই তিনি পৌঁছে যান। তবে এটা প্রথম নয়, এর আগে গত ১৪ মার্চ, কয়লা পাচার মামলায় অনুব্রত-ঘনিষ্ঠ সিউড়ি থানার আইসি শেখ মহম্মদ আলিকে প্রায় ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই। নিজাম প্যালেসে আইসি মহম্মদ আলি শেখকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। মামলার অন্যতম চক্রী অনুপ মাঝির থেকে 'প্রোটেকশন মানি' নেওয়ার অভিযোগ ওঠে। 'প্রভাবশালীদের কাছে কয়লা পাচারের টাকা পৌঁছে দেওয়ায় ভূমিকা ছিল আইসির'। একাধিক সাক্ষীর বয়ানে উঠে আসে মহম্মদ আলি শেখের নাম উঠে আসে বলেই সূত্রের খবর। যিনি অনুব্রত মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত। ইডির (ED) আরও দাবি, কোথা দিয়ে, কখন গরু নিয়ে গাড়ি যাবে, তা জানিয়ে দেওয়া হত ওই পুলিশ অফিসারকে, তিনি সেইমতো সক্রিয় হতেন।

৫ এপ্রিল আসানসোল জেল সুপার কৃপাময় নন্দীকে তলব করেছে ইডি (ED)

অন্যদিকে ৫ এপ্রিল আসানসোলের বিশেষ সংশোধনাগারের সুপারিন্টেন্ডেন্ট কৃপাময় নন্দীকে তলব করেছে ইডি, তাঁকেও ব্যাঙ্কের যাবতীয় নথি সঙ্গে নিয়ে আসতে বলা হয়েছে। কৃপাময় নন্দীও রয়েছেন ইডির সন্দেহ তালিকায়।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

 

Tags:

IC OF Suiri


আরও খবর


ছবিতে খবর