RG Kar Incident: প্রতিবাদ আন্দোলনে যোগ দিয়ে বড় ঘোষণা করল আইএমএ, কী জানেন?
প্রতিবাদ আন্দোলন (প্রতীকী ছবি)
মাধ্যম নিউজ ডেস্ক: আরজি করের ঘটনায় লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালের চিকিৎসকেরা। হাসপাতালে কর্মবিরতিও চলছে। বুধবার রাতে রাজ্যের মহিলারা রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছিলেন। পাশাপাশি দেশের বিভিন্ন রাজ্যে সরব হয়েছেন চিকিৎসকদের একটা বড় অংশ। এবার এই প্রতিবাদ আন্দোলনে যোগ দিল ডাক্তারদের সর্বভারতীয় সংগঠন, ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন বা আইএমএ (IMA) । ২৪ ঘণ্টার জন্য ধর্মঘটের ডাক দিল তারা।
বুধবার আরজি করের নিহত মহিলা চিকিৎসকের পরিবারের সঙ্গে দেখা করতে দিল্লি থেকে বাংলায় আসেন কেন্দ্রীয় চিকিৎসক সংগঠন আইএমএ-র (IMA) সভাপতি আর ভি অশোকান এবং সর্বভারতীয় সম্পাদক। বুধবার রাতে আরজি কর হাসপাতালে হামলার ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার আপৎকালীন বৈঠকে ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। এক বিবৃতিতে ডাক্তারদের সংগঠনটি বলেছে, ‘‘শনিবার সকাল ৬টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত দেশজুড়ে কর্মবিরতি ঘোষণা করল আইএমএ। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আপৎকালীন পরিষেবা ছাড়া ওই ২৪ ঘণ্টা অন্য সবরকম পরিষেবা দেওয়া থেকে বিরত থাকবেন চিকিৎসকরা। সমস্ত প্রয়োজনীয় পরিষেবা চালু থাকবে। হতাহতের চিকিৎসার ব্যবস্থা করা হবে। কিন্তু ওপিডি-র নিয়মিত কাজকর্ম হবে না এবং ইলেকটিভ সার্জারি (যেগুলি পরে করলেও অসুবিধা নেই) করা হবে না। যেখানে যেখানে আধুনিক মেডিসিনের ডাক্তাররা পরিষেবা দেন, সেই সকল সেক্টরে পরিষেবা প্রত্যাহার করা হবে।’’ ডাক্তারদের ন্যায়সঙ্গত কারণের সঙ্গে গোটা দেশের সহানুভূতি চাইছে আইএমএ।
আরও পড়ুন: মধ্যরাতে আরজি করে তাণ্ডব, ভয়ে রোগীর চাদরের তলায় লুকিয়েছিল মমতার পুলিশ!
বুধবার রাতে শান্তিপূর্ণ বিক্ষোভের মধ্যে লুকিয়েই একদল দুষ্কৃতী আরজি কর (RG Kar Incident) হাসপাতালে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। এই ঘটনার প্রেক্ষিতে, 'ফেডারেশন অব রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন' বা 'ফোরডা'ও বৃহস্পতিবার থেকে ফের ধর্মঘট শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে, ১৩ অগাস্ট কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে বৈঠকের পরে ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছিল ডাক্তারদের এই সংগঠন। এদিন এক প্রেস বিজ্ঞপ্তিতে ফোরডা বলেছে, ‘‘এরপর থেকে যে যে ঘটনা ঘটেছে, বিশেষ করে বুধবার রাতের হিংসা, তা আমাদের সবাইকে হতবাক ও ব্যথিত করেছে। এটা আমাদের পেশার এক অন্ধকার অধ্যায়। একটি সমিতি হিসেবে, আমরা আমাদের সহকর্মী আবাসিক চিকিৎসকদের সঙ্গে আমাদের পূর্ণ সংহতি জানাচ্ছি।’’ খুনের ঘটনায় ফের দেশজুড়ে কর্মবিরতির সিদ্ধান্ত রেসিডেন্ট ডাক্তারদের। বৃহস্পতিবার দুপুরে বিবৃতি জারি করে এমনটাই জানায় আবাসিক চিকিৎসকদের সর্বভারতীয় সংগঠন ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন (ফোরডা)। এবার কর্মবিরতির সিদ্ধান্ত নিল দেশের মধ্যে চিকিৎসকদের সবচেয়ে বড় সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ) (IMA)।
অন্যদিকে, আরজি করের ঘটনার প্রতিবাদে এবার পথে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা। শুক্রবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা কর্মবিরতির ডাক দিলেন। দুপুর একটা থেকে তিনটে অরবিন্দ ভবনে অবস্থান- বিক্ষোভ। আর পূর্ণদিবস কর্মবিরতির ডাক যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।