মোটা টাকার বেসরকারি স্কুল চলছে সরকারি কমিউনিটি হলে! কীভাবে জানেন?
প্রতীকী চিত্র।
মাধ্যম নিউজ ডেস্ক: সরকারি কমিউনিটি হলে চলছে বেসরকারি সিবিএসই-র স্কুল। সূত্রে জানা গিয়েছে, স্কুলের বৈধ কাগজপত্র এবং অনুমোদন নেই। এলাকাবাসীর অভিযোগ, সরকারি কমিউনিটি হলের জায়গা দখল করে কার্যত বিনা অনুমাতিতে বেসরকারি ইংরেজি মাধ্যমের স্কুল চালানো হচ্ছে। ঘটনা ঘটেছে জলপাইগুড়ির (Jalpaiguri) রাজগঞ্জ ব্লকের মান্তাদাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়। উল্লেখ্য ১৮ নম্বর টাকিমারি চড় এলাকায় পঞ্চায়েত সমিতি এই কমিউনিটি হলটি তৈরি করেছিল। কিন্তু বর্তমানে তা বেসরকারি স্কুলের দখলে। অভিযোগ রয়েছে, স্থানীয় প্রধান স্কুল মালিককে সহযোগিতা করেছেন। ফলে এই ঘটনায় শাসক দলের বিরুদ্ধে সরকারি সম্পত্তিকে ব্যবহার নিয়ে দুর্নীতির অভিযোগ উঠল এলাকাবাসীদের মধ্যে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেসরকারি স্কুলের নাম সারদা শিশু তীর্থ। স্কুলটি সিবিএসই অনুমোদিত। স্কুলের মালিকের নাম হানিফ চৌধরি। তাঁর বাড়ি জলপাইগুড়ি (Jalpaiguri) থানার অন্তর্গত গেট বাজার এলাকায়। স্কুলের বেতন ভর্তিতে ২০০০ টাকা এবং মাসিক বেতন ৫০০ টাকা। স্কুলের এক শিক্ষিকা বলেন, স্কুলের মালিক স্থানীয় পঞ্চায়েত প্রধানের মৌখিক অনুমতি নিয়ে এই স্কুল চালাচ্ছেন। সরকারি সম্পত্তির মধ্যে কীভাবে চলছে বেসরকারি স্কুল? এটাই এলাকাবাসীর কাছে বড় প্রশ্ন। প্রশাসন এবং শাসক দলের কাছে কি কোনও খবর নেই? নাকি সব জেনেশুনেই চলছে স্কুল। এমনটাই মনে করছেন এলাকার মানুষ।
মান্তাদড়ি (Jalpaiguri) গ্রাম পঞ্চায়েতের প্রধান অর্চনা বলেন, “বিষয় সম্পর্কে আমি কিছু জানি না। স্কুলটি অবৈধ। সরকারি জায়গা দখল করে স্কুল করা অনৈতিক। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে বলবো।
উল্লেখ্য স্কুলের মালিক হানিফের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও ফোনে তাঁকে পাওয়া যায়নি। প্রাইমারি স্কুলের ডিআই জানিয়েছেন, “স্কুল সম্পর্কে আমার কিছু জানা নেই। এইভাবে স্কুল করা যায় না। তবে এনওসি ছাড়া কীভাবে স্কুল খুললেন মানিক। সেই বিষয়ে তদন্ত করে দেখতে হবে।”
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।