অষ্টম শ্রেণীর নাবালক ছাত্রকে ব্যাপক মারধরে অভিযুক্ত পুলিশ
এলাকার মানুষের সামনে বিক্ষোভের মুখে আবগারি পুলিশ। সংগৃহীত চিত্র।
মাধ্যম নিউজ ডেস্ক: চোলাই মদের কারবার বন্ধ করতে এসে, এক নাবালককে ব্যাপক মারধের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলায়। আবগারি পুলিশ অবৈধ চোলাই মদের ঠেক উচ্ছেদের সময়, অষ্টম শ্রেণীর এক ছাত্রকে অকারণেই মারধর করে বলে অভিযোগ ওঠে। এরপর স্থানীয় জনতা পুলিশের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হয়। আর এই ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে সমগ্র এলাকা।
রাজ্যজুড়ে পুলিশ প্রশাসন তদন্ত এবং জিজ্ঞাসাবাদের নামে মানুষকে অতিরিক্ত হয়রানি করে। আর এমন ঘটনার কথা আগেও সংবাদ শিরনামে আসে। পুলিশ সিভিল ড্রেসে মানুষকে নানা হুমকি এবং আইনি জটিলতায় মিথ্যা মামাল দেওয়ার অভিযোগেও বারবার শাসক দলের বিরুদ্ধে বিরোধীরা সরব হয়েছেন। এবার চোলাই উদ্ধারের নামে এক নাবালককে মারধরের ঘটনায়, পুলিশের বিরুদ্ধে তীব্র ক্ষোভের ছবি ধরা পড়ল পশ্চিম মেদিনীপুরে।
স্থানীয় (Paschim Medinipur) সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে হরিশপুর পোলগড়া এলাকায় চোলাই মদের উদ্ধারে হানা দেয় আবগারি পুলিশ। এখানেই এক নাবালক ছাত্রকে পুলিশের দ্বারা লাঠি দিয়ে মারধরের ঘটনা ঘটে। মারধরের ফলে নাবালক ব্যাপক ভাবে আহত হয়েছে বলে জানা গেছে। বর্তমানে ওই নাবালক, স্থানীয় এক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনার ফলে, এলাকার মানুষ আবগারি পুলিশের বিরুদ্ধে প্রথমে বিক্ষোভ শুরু করে এবং এরপর রাস্তা অবরোধ করলে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়লে উত্তপ্ত হয়ে যায় পরিস্থিতি। শেষে পরিস্থিতি সামাল দিতে আরও পুলিশ এলাকায় নামানো হয়।
আজ সকাল ১১ টা নাগাদ স্থানীয় জনতা পোলপাড়া (Paschim Medinipur) এলাকায় রাস্তার উপর বাঁশ দিয়ে, চলার পথকে পুরোপুরি অবরুদ্ধ করে দেন। সমস্ত গ্রামের মানুষ একত্রিত হয়ে, পুলিশের বিরুদ্ধে শ্লোগান দিতে শুরু করেন। স্থানীয় মানুষের বক্তব্য হল, “পুলিশ এলাকায় চোলাইয়ের তল্লাশি করছেন ঠিক আছে, কিন্তু তাল্লাশির সময় সিভিল ড্রেসে এসে অকারণে মারধর করলে মানুষ তা মেনে নেবো না। একই সঙ্গে যারা এলাকায় এই চোরাকারবারি করছে, তাদেরকে গ্রেফতার করা প্রয়োজন। যদি পুলিশ সিভিল ড্রেসে এসে তল্লাশি করেন, তাহলে আমরা প্রতিবাদ করবই। বিনা কারণে পুলিশ এলাকার মানুষকে মারধর করলে, আমরাও চুপ করে বসে থাকবো না।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।