img

Follow us on

Saturday, Dec 21, 2024

South 24 Parganas: পোকা খাওয়া চাল দিতে এসে বিক্ষোভের মুখে রেশন ডিলার!

গঙ্গাসাগরে ডিলারের বিরুদ্ধে রেশনে নিম্নমানের চালের অভিযোগ...

img

গাঙ্গাসাগরে নিম্নমানের রেশনের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ। নিজস্ব চিত্র।

  2023-11-14 15:38:14

মাধ্যম নিউজ ডেস্ক: দুয়ারে রেশন প্রকল্পে নিম্নমানের পোকা খওয়া চাল দিতে এসে বিক্ষোভের মুখে রেশান ডিলার। ৩৩ বস্তা চাল আটক করল পুলিশ। রাজ্যে রেশন দুর্নীতি নিয়ে তীব্র তোলপাড়। প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী ইডির হাতে গ্রেফতার হয়েছেন। রেশন দুর্নীতির তদন্ত সূত্রে জানা গিয়েছে, মন্ত্রী ঘনিষ্ঠ তৃণমূল নেতা বাকিবুর রহমানের ১০০ কোটি টাকার সম্পত্তির খোঁজ মিলেছে। বাঁকুড়া, হুগলি, নদিয়ার রাইসমিলে তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বর্তমান খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতেও চলেছিল তাল্লাশি। এই অবস্থায় রেশনে নিম্নমানের চাল দেওয়ায় ফের একবার শোরগোল পড়েছে দক্ষিণ ২৪ পরগণার (South 24 Parganas) গঙ্গাসাগরে।

কে এই রেশন ডিলার (South 24 Parganas)?

রেশনের চাল বিক্রি করে নিম্নমানের চাল অন্য বস্তায় ভর্তি করে দুয়ারে রেশন প্রকল্পের গ্রাহকদের দিতে এসে ক্ষোভের মুখে পড়লেন খোদ রেশন ডিলার। এরপর রেশন সামগ্রী আটকে দিয়ে তীব্র বিক্ষোভ জানান এলাকার রেশন গ্রাহকেরা। এমনকী অভিযোগে কয়েক গাড়ি চাল আটক করে ক্ষোভ দেখান গ্রাহকেরা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার (South 24 Parganas) গঙ্গাসাগরের খাসরামকর খারাপাড়া এলাকায়। এম আর রেশন ডিলারের নাম অঞ্জন দাস।

পোকায় খাওয়া নিম্নমানের চাল

এলাকার (South 24 Parganas) স্থানীয় বাসিন্দা আরতী দেবনাথ অভিযোগ জানিয়ে বলেন, “দুয়ারে রেশন প্রকল্পের মাল সিল করা অবস্থায় না এনে সারের বস্তা এবং সাধারণ বস্তায় ভর্তি করে চাল আনা হয়েছে।” রেশন বিলি করা হচ্ছিল খাসরামকর খাড়াপাড়ায়। রেশন নিতে জড় হয়ে ছিলেন অনেক গ্রাহক। কিন্তু বস্তা খুলতেই আসল চিত্র বেরিয়ে পড়ল। স্থানীয় বাসিন্দা সীমন্ত দেবনাথ বলেন, “চালের মধ্যে রয়েছে বড় বড় পোকা, খড়, লঙ্কা, ডাটা, আলু,পাতা সহ আরও নোংরা জিনিসপত্র। চালগুলিকে পোকায় খেয়ে ফেলেছে বললেই চলে।” এছাড়াও বস্তার গায়ে রয়েছে সার কোম্পানি স্ট্যাম্প। নিম্নমানের এই চাল দেখে তীব্র ক্ষোভে ফেটে পড়েন গ্রাহকরা। পুলিশকে ঘটনার কথা জানিয়ে অভিযোগ করা হয়।

রেশন ডিলারের বক্তব্য

আরও অভিযোগ যে পুজোর সময় ব্রাহ্মণেরা বাড়িতে বাড়িতে যে চাল সংগ্রহ করেণ এবং খিচুড়ি খাওয়ানোর জন্য গ্রামে গ্রামে পুজো উদ্যোক্তারা যে চাল সংগ্রহ করেন, সেই চাল বস্তা ভর্তি করে এনে রেশন ডিলার গ্রাহকদেরকে বিতরণের ব্যবস্থা করেছিলেন। স্থানীয় (South 24 Parganas) রেশন ডিলার অঞ্জন দাস বলেন, “আমি তো গোডাউন থেকে মাল কিনে এনেছি। এই সব কী করে হল বলতে পারছি না।” খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সাগর থানার পুলিশ। সাগর থানার পুলিশ ৩৩ বস্তা চাল আটক করে জিজ্ঞাসাবাদ করছেন রিশান ডিলারকে।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

Tags:

Madhyom

South 24 Parganas

bangla news

Bengali news


আরও খবর


ছবিতে খবর