img

Follow us on

Saturday, Jan 18, 2025

Indigo Airlines: টেক অফের সময় আগুনের ফুলকি, ইন্ডিগো বিমানে বিপত্তিতে তদন্তের নির্দেশ ডিজিসিএ-র

গতকাল রাত ৯ টা ৪৫ নাগাদ ঘটনাটি ঘটে। সেই সময় ইন্ডিগোর ওই বিমানে ছিলেন ১৮৪ জন।

img

ইন্ডিগো

  2022-10-29 17:29:28

মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার উড়ানের ঠিক আগেই আগুনের ফুলকি দেখা যায় বেঙ্গালুরুগামী ইন্ডিগো বিমানে। ইন্ডিগোর (Indigo Flight) 6E-2131 উড়ানটির দিল্লি থেকে বেঙ্গালুরুর উদ্দেশ্যে যাত্রা করছিল। কিন্তু যাত্রা শুরুর কয়েক সেকেন্ডের মধ্যেই বিমানের একটি ইঞ্জিনে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে দিল্লি বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে। বিমানের এক যাত্রী ইঞ্জিন থেকে আগুনের ফুলকি বেরনোর একটি ভিডিও করেন। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয় সেই ভিডিও।

গতকালের ঘটনার পর আতঙ্কিত যাত্রীরা। প্রশ্ন উঠতে শুরু করেছে যাত্রী সুরক্ষা নিয়ে। এই অনভিপ্রেত ঘটনার কারণ খতিয়ে দেখার জন্য ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (Directorate General of Civil Aviation)-র তরফে তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।

আরও পড়ুন: প্রবল সমালোচনার মুখে পড়েছে শি জিনপিংয়ের জিরো-কোভিড টলারেন্স নীতি...     

গতকাল রাত ৯ টা ৪৫ নাগাদ ঘটনাটি ঘটে। সেই সময় ইন্ডিগোর ওই বিমানে ছিলেন ১৮৪ জন। জানা গিয়েছে, রাত ১১ টা নাগাদ বিমান থেকে যাত্রীদের নামিয়ে আনা হয়। মধ্যরাতে তাঁদের অন্য একটি বিমান দেওয়া হয়। দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, সমস্ত যাত্রী ও ক্রু সদস্যরা নিরাপদে রয়েছেন। ডিজিসিএ-র প্রাথমিক রিপোর্টে জানানো হয়েছে, পাইলট ইঞ্জিনে অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করেছিলেন। এই ঘটনার বিস্তারিত তদন্ত করা হবে এবং যথাযথ ব্যবস্থাও নেওয়া হবে।  

ডিজিসিএ-র এক আধিকারিক বলেন, ‘‘বিমানের ইঞ্জিন বিকলের সংকেত মিলেছিল। বিকট শব্দ শোনা যায়। অগ্নিনির্বাপক যন্ত্র কাজ করেছিল। বিমানটিকে পরীক্ষা করে দেখা হচ্ছে। কী কারণে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে ডিজিসিএ। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’’

ইন্ডিগোর তরফে অফিসিয়াল বিবৃতিতে জানানো হয়েছে, "টেক অফের সময় যান্ত্রিক গোলযোগ দেখা যায়। পাইলট তৎক্ষণাৎ বিমানটিকে থামিয়ে দেন। সমস্ত যাত্রী এবং ক্রু নিরাপদে রয়েছেন। তাঁদের অন্য বিমানে করে রাত ১২টা ১৬ মিনিট নাগাদ নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে।"
 
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 
 
 

Tags:

DGCA

Indigo


আরও খবর


ছবিতে খবর