img

Follow us on

Friday, Nov 22, 2024

Jagdeep Dhankhar: "বাংলায় আইনের শাসন নেই, শাসকের আইন চলছে", রাজস্থানে ধনখড়

Bengal Governor: রাজ্য-রাজ্যপাল সংঘাত পৌঁছল রাজস্থানে...

img

রাজ্যপাল জগদীপ ধনখড় (ফাইল ছবি)

  2022-06-06 19:14:26

মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্য-রাজ্যপাল সংঘাত পৌঁছল রাজস্থানে! 

রাজস্থানে (Rajasthan) একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারের (Mamata government) বিরুদ্ধে সরাসরি আক্রমণ বাংলার রাজ্যপাল। সোমবার রাজস্থানের উদয়পুরে (Udaipur) গিয়ে বাংলার পরিস্থিতি নিয়ে জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar) অভিযোগ করেন, বাংলায় আইনের শাসন নেই। শাসকের আইন চলছে। 

রাজ্যপাল (West Bengal Governor) জগদীপ ধনখড় বলেন, ‘‌রাজ্যপাল হিসেবে শোচনীয় পরিস্থিতির সাক্ষী হতে হয়েছে। ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটেছে। বাংলায় শাসনব্যবস্থা চিন্তার বিষয়। বাংলায় আইনের শাসন নেই। শাসকের আইন চলছে। ভোটের পর যে হিংসা হয়েছে। গণতান্ত্রিক ব্যবস্থায় ভোট দেওয়ার পরিণামে মৃত্যু দেখেছি।’‌ তিনি যোগ করেন, রাজ্যপালের কাজ সংবিধান রক্ষা করা। বাংলায় রাজ্যপালকে কাজ করতে বাঁধা দেওয়া হয়।

অভিষেকের বিরুদ্ধে ব্যবস্থা নিন! মুখ্যসচিবকে সময় বেঁধে দিলেন রাজ্যপাল

রাজ্যের সঙ্গে বিবাদ প্রথম থেকেই রয়েছে রাজ্যপাল জগদীপ ধনখড়ের। সম্প্রতি হলদিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বিচারপতিদের একাংশ তল্পিবাহক হয়ে কাজ করছেন বলে মন্তব্য করেন। এই ইস্যুতে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন রাজ্যপাল।

রবিবার দিল্লি রওনা দেওয়ার আগে, ফের অভিষেকের বিরুদ্ধে সরব হন ধনখড়। রাজ্যপাল বলেন, ‘‌সংবিধানের মৌলিক পরিকাঠামোর একটি অঙ্গ হল বিচারব্যবস্থা। গণতন্ত্রের জন্য বিচারব্যবস্থার স্বাধীনতা থাকা ভীষণ প্রয়োজন। কিন্তু যেভাবে বিচারপতিদের নিশানা করা হচ্ছে, তাতে সাংবিধানিক প্রধান হিসেবে আমি চিন্তিত। যদি কোনও বিচারপতিকে নিশানা করা হয়, তাহলে তা বিচারব্যবস্থার উপর আক্রমণের সব থেকে নিকৃষ্ট উদাহরণ। বিচারপতিরা যে মামলাগুলি দেখছেন, তার জন্য যদি তাঁদের নিশানা করা হয়, তবে বিষয়টি অত্যন্ত দুশ্চিন্তার। মানুষের কাছে যেন বার্তা দেওয়া হচ্ছে, তাঁরা বিচারব্যবস্থার তোয়াক্কা করেন না।’‌

শর্ত সাপেক্ষে অভিষেককে দুবাই যাওয়ার অনুমতি হাইকোর্টের

শুধু ধনখড় নন, সম্প্রতি উত্তরপ্রদেশের বিধানসভায় (UP Assembly) বাংলা শাসনব্যবস্থা নিয়ে কটাক্ষ করেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী (Yogi) আদিত্যনাথ। তারও কিছুদিন আগে সংসদে বক্তব্য রাখার সময় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) বাংলার আইন-ব্যবস্থা নিয়ে কটাক্ষ করেছিলেন। 

Tags:

Jagdeep Dhankhar

West Bengal Governor

Dhankhar in Rajasthan

Mamata Government

Dhankhar attacks Mamata government


আরও খবর


ছবিতে খবর