img

Follow us on

Monday, Nov 25, 2024

Partha Chatterjee: গতবছর ছিলেন মঞ্চ আলোকিত করে, এবার গোটা পুজোয় গারদের অন্ধকারেই ‘অ-পা’

পার্থ এবং অর্পিতাকে জেলে গিয়ে জেরা করার অনুমতিও দেওয়া হয়েছে...

img

পুরানো সেই দিনের কথা...

  2022-09-30 10:53:49

মাধ্যম নিউজ ডেস্ক: পুজোর আনন্দ মাটি হয়ে গেল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা তৃণমূল (TMC) নেতা পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee)! একই হাল তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়েরও (Arpita Mukherjee)। কারণ দুজনেরই বেড়েছে জেল হেফাজতের (Jail Custody) মেয়াদ। একদিন, দুদিন নয়, সেই ৩১ অক্টোবর পর্যন্ত পার্থ-অর্পিতাকে থাকতে হবে গারদে। বুধবার বিশেষ সিবিআই (CBI) আদালতের বিচারক এই নির্দেশ দেন। একই সঙ্গে পার্থ এবং অর্পিতাকে জেলে গিয়ে জেরা করার অনুমতিও দেওয়া হয়েছে।

এসএসসি নিয়োগ কেলেঙ্কারিতে ফেঁসে গিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়! বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে। এর পরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হাতে গ্রেফতার হন পার্থ-অর্পিতা। জুলাই মাসের ২৩ তারিখে গ্রেফতার হন পার্থ। তার পর থেকে এখনও মেলেনি জামিন। যে কোনও শর্তের বিনিময়ে জামিন পাওয়ার আবেদন করেছিলেন তিনি। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর সেই আবেদনে কর্ণপাত করেননি বিচারক। তাই মেলেনি জামিন।

বুধবার ভার্চুয়ালি আদালতে পেশ করা হয় পার্থ-অর্পিতাকে। আদালতে পার্থ জানান, তাঁকে অপ্রয়োজনে আটকে রাখা হয়েছে। তাঁর কেরিয়ারের কথাও বিচারককে জানান। অর্পিতার তরফে অবশ্য জামিনের আবেদন করা হয়নি। পার্থ এবং অর্পিতার জেল হেফাজতের মেয়াদ বাড়িয়ে করা হয় ৩১ অক্টোবর। যার অর্থ দু্র্গাপুজো তো বটেই, কালীপুজো, ভাইফোঁটা মায় বাঙালির চলতি মাসের সব উৎসবই জেলের অন্ধকার কুঠুরিতে কাটাতে হবে পার্থ অর্পিতাকে। জামিনের আবেদন না করলেও, এদিন মায়ের সঙ্গে কথা বলার অনুমতি চান অর্পিতা। বিচারক তাঁর সেই আবেদন মঞ্জুর করেন। তিনি যাতে তাঁর মায়ের সঙ্গে কথা বলতে পারেন, সেজন্য আলিপুর মহিলা সংশোধনাগারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেয় আদালত।

আরও পড়ুন : বিজেপির নবান্ন অভিযানে ‘অশান্তি’, সিবিআই তদন্তের দাবি অনুসন্ধান কমিটির রিপোর্টে

এদিকে, এদিন ইডির আইনজীবী আদালতে জানান, দুর্নীতির সঙ্গে সম্পর্কিত সম্পত্তির পরিমাণ ইতিমধ্যেই দেড়শো কোটি পেরিয়ে গিয়েছে। তাঁর দাবি, প্রতিদিন প্রায় ৪০ কোটি টাকার সম্পত্তির হদিশ মিলছে। গরু পাচারকাণ্ডে জেলে রয়েছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। পার্থর মতোই পুজোটা তাঁরও কাটবে গারদে। তবে যে দলের নেতা তাঁরা, সেই তৃণমূল কংগ্রেসের পদাধিকারীরা বেড়াচ্ছেন পুজো উদ্বোধন করে।

বিধি বাম হলে কি এমনই হয়!

 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 

Tags:

Partha Chatterjee

cbi

Arpita Mukherjee

Bengali news  

jail custody extended


আরও খবর


ছবিতে খবর