img

Follow us on

Saturday, Jan 18, 2025

Contai: এ কী কাণ্ড! খোদ কারামন্ত্রীর খাসতালুকের জেল থেকে পালাল ধর্ষণে অভিযুক্ত এক বন্দি

কাঁথি জেল থেকে উধাও এক বন্দি, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

img

কাঁথি উপ সংশোধনাগার (ফাইল ছবি)

  2023-10-29 11:52:48

মাধ্যম নিউজ ডেস্ক: কারাগারের ভেতর পর্যন্ত ত্রিস্তরীয় নিরাপত্তা রয়েছে। রয়েছে দোতলা ঘরের সমান উঁচু পাঁচিল। এরপরও লক্ষ্মীপুজোর আবহে পুলিশের চোখে ধূলো দিয়ে জেল থেকে পালাল এক বিচারাধীন বন্দি। তার বিরুদ্ধে সাত বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুন করার অভিযোগ রয়েছে। ঘটনাটি ঘটেছে রাজ্যের কারামন্ত্রীর বাড়ির কাছে পূর্ব মেদিনীপুরের কাঁথি (Contai) মহকুমা উপ সংশোধনাগারে। ওই বন্দি পালানোর ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে।

ঠিক কী ঘটনা ঘটেছে? (Contai)

শনিবার দুপুরে হঠাৎ পূর্ব মেদিনীপুরের কাঁথি (Contai) মহকুমা উপ সংশোধনাগারে  বেজে ওঠে সাইরেন। জানা যায়, শুভেন্দু ঘটক নামে বছর তেইশের এক বন্দিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দুপুরের খাওয়াদাওয়ার সময় সংশোধনাগারের কর্মীরা শুভেন্দুর গরহাজিরার বিষয়টি খেয়াল করেন। মূল রাস্তা থেকে কারাগারের ভেতর পর্যন্ত ত্রিস্তরীয় নিরাপত্তা রয়েছে। রয়েছে দোতলা ঘরের সমান উঁচু পাঁচিল। এর পরেও পটাশপুর থানা এলাকার বাসিন্দা শুভেন্দু কী করে পালাল, সে নিয়ে ধোঁয়াশা রয়েছে। এ প্রসঙ্গে সংশোধনাগার কর্তৃপক্ষ মুখ খুলতে চাননি। এর আগে  ২০১৮ সালে অক্টোবরে কাঁথি মহকুমা আদালত থেকে পালিয়ে গিয়েছিল কুখ্যাত দুষ্কৃতী কর্ণ এবং মুন্না। তারও কয়েক বছর আগে কাঁথি মহকুমা উপ সংশোধনাগারের পুরানো ভবন থেকে এক আসামী পালিয়ে যাওয়ার নজির রয়েছে। ওই ঘটনার পর কাঁথি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন সংশোধনাগার কর্তৃপক্ষ। তার ভিত্তিতে পলাতক শুভেন্দুর খোঁজে জেলা এবং পার্শ্ববর্তী জেলাগুলিতে তল্লাশি শুরু করেছে পুলিশ। পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচাৰ্য্য বলেছেন, কাঁথি মহকুমা উপ- সংশোধনাগার থেকে এক বন্দি পালিয়ে গিয়েছে বলে অভিযোগ এসেছে। তার ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।

কারামন্ত্রীর কী বক্তব্য?

এই ঘটনার পর ফের সংশোধনাগারের ভেতরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিনের ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট রাজ্য প্রশাসনের পক্ষ থেকে চেয়ে পাঠানো হয়েছে কাঁথি (Contai) সংশোধনাগার কর্তৃপক্ষের কাছে। পুরো ঘটনায় প্রাথমিকভাবে প্রশাসনিক তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্যের কারা দফতর। রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরি বলেন, 'অত্যন্ত দুঃখজনক ঘটনা। প্রাথমিক ভাবে প্রশাসনিক তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সেই তদন্ত প্রক্রিয়া শেষ হলেই বিচার বিভাগীয় তদন্ত শুরু হবে।'

 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

Bengali news

Contai


আরও খবর


ছবিতে খবর