img

Follow us on

Thursday, Sep 19, 2024

Jaundice: নলকূপের দূষিত জলে ব্যাপক হারে ছড়াচ্ছে জন্ডিস, এক গ্রামেই আক্রান্ত ২৫০!

বাঁকুড়ায় জন্ডিস ছড়াচ্ছে দ্রুত, আতঙ্ক

img

চোখ হলদে হওয়া জন্ডিসের একটি লক্ষণ। সংগৃহীত চিত্র।

  2023-09-22 17:51:41

মাধ্যম নিউজ ডেস্ক: আড়াই মাসে জন্ডিসে (Jaundice) আক্রান্ত আড়াইশো জন। বাড়ছে জন্ডিসের ভয়াবহতা। বাঁকুড়ার তালডারাংরার সাতমৌলি গ্রামে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। বর্ষার এই মরশুমে যখন ডেঙ্গি, ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগে রাজ্যে মানুষ রোজ আক্রান্ত হচ্ছেন, অনেকে মারাও যাচ্ছেন, ঠিক সেই সময় জন্ডিসের দাপট হু হু করে বাড়ছে বাঁকুড়াতে। জানা গেছে, এক গ্রামেই জন্ডিসে আক্রান্ত ২৫০ জন। জেলা স্বাস্থ্য দফতর এই ঘটনায় নড়েচড়ে বসেছে।

কীভাবে জন্ডিসের দাপট (Jaundice)?

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার প্রত্যেক ঘরেই জ্বর, পেটের গোলমাল, ব্যথা, বমি ইত্যাদি উপসর্গ লক্ষ্য করা যাচ্ছে। অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে গিয়ে পরীক্ষায় জন্ডিস (Jaundice) ধরা পড়ছে। এরপর জেলার স্বাস্থ্য দফতর ওই বিষয়ে অনুসন্ধান শুরু করে। দেখা গেছে এলাকার বেশ কিছু নলকূপ রয়েছে, যেখানে পানীয় জলে জন্ডিসের জীবাণুর খোঁজ পাওয়া গেছে। এরপর প্রশাসনের পক্ষ থেকে, এই নলকূপগুলির জলকে প্রাথমিক ভাবে জীবাণুমুক্ত করার কাজ শুরু হয়েছে। স্বাস্থ্য দফতর থেকে এলাকার মানুষকে গরম করে জল ফুটিয়ে খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

জন্ডিস নিয়ে চিকিৎসকের মতামত

চিকিৎসকরা জানিয়েছেন, এই সময় ডেঙ্গি, ম্যালেরিয়ার মতো জন্ডিসকেও (Jaundice) গুরুত্ব দিয়ে দেখতে হবে। এই অসুখ বেশিরভাগ ক্ষেত্রে লিভারের ক্ষতি করে। এই জন্ডিস দুই রকমের হয়। প্রথম হল-হেপাটাইটিস-এ এবং হেপাটাইটিস-ইআই। রোগের উপসর্গের দেখা মিললেই দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার।

জন্ডিসের (Jaundice)  লক্ষণ কী?

রোগীর জন্ডিসের প্রধান লক্ষণগুলি হল-

হলুদ প্রস্রাব

চোখে হলদে রং হওয়া

মাথা ঘোরা

বমি হওয়া

জ্বর থাকা

শরীরে ক্লান্তি ভাব

পেট ব্যথা হওয়া

রক্তচাপ কম থাকা

ওজন হ্রাস পাওয়া

কীভাবে সাবধানতা অবলম্বন করবেন?

এই জন্ডিস (Jaundice) মূলত জলবাহিত রোগ। তাই পানীয় জল অন্তত ১০ মিনিট ফুটিয়ে খেতে হবে।

লিভারের ক্ষতি করে এমন ওষুধ খাওয়া যাবে না।

পরিশোধিত পানীয় জল ছাড়া অন্য জল খাওয়া যাবে না।

তেল-মশলা-ঝাল খাবার খাওয়া যাবে না।

কড়া মাপের অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না।

রাস্তার কাটা ফল খাওয়া যাবে না।

পুকুরের জলে বাসন না ধোয়া।

পুরোপুরি বিশ্রাম করতে হবে।

এই রোগের থেকে বাঁচতে জেলার স্বাস্থ্য দফতর বিশেষভাবে সতর্কতা জারি করেছে। কোনও রকম অসুবিধা হলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলা হয়েছে।  

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

Bengali news

Bankura

Jaundice


আরও খবর


ছবিতে খবর